1. [email protected] : আরএমজি বিডি নিউজ ডেস্ক :
বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৮:৩০ পূর্বাহ্ন

মেট্রোরেলের এমআরটি কার্ড ইস্যু ও রি-ইস্যু শুরু

  • সময় রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ৭০ বার দেখা হয়েছে

দ্রুতগতির গণপরিবহন মেট্রোরেল ভ্রমণে ম্যাস র‍্যাপিড ট্রানজিট (এমআরটি) কার্ড নতুন ইস্যু ও রি-ইস্যু শুরু হয়েছে।

রবিবার রাত ৮টার দিকে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়, ‘আজ রবিবার (৩ নভেম্বর) থেকে মেট্রোরেলের এমআরটি কার্ড রি-ইস্যু রেজিস্ট্রেশন ও রি-ইস্যু পরিষেবা পুনরায় চালু হয়েছে। আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ।’

এর আগে শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যায় ডিএমটিসিএল জানায়, এমআরটি পাসের নতুন রেজিস্ট্রেশন সাময়িকভাবে বন্ধ রয়েছে। ডিএমটিসিএল ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়, অনিবার্য পরিস্থিতির কারণে আগামী ৭ নভেম্বর পর্যন্ত কার্ড রেজিস্ট্রেশন এবং পুনরায় ইস্যু করার সুবিধা বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

জানা যায়, তথ্য আপডেট ও ইন্টিগ্রেশন এবং নিরাপত্তা ব্যবস্থা উন্নত করতে সাময়িকভাবে এমআরটি পাস রেজিস্ট্রেশন বন্ধ রয়েছে।

 

শেয়ার করুন

এই শাখার আরো সংবাদ পড়ুন
All Rights Reserved © rmgbdnews24.com