1. [email protected] : আরএমজি বিডি নিউজ ডেস্ক :
  2. [email protected] : adminbackup :
বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৮:১৭ পূর্বাহ্ন

মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদ মিছিলে আহত ডাকসুর সাবেক ভিপি নুর

  • সময় বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১
  • ১২১১ বার দেখা হয়েছে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ চলাকালে আহত হয়েছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ছাত্র ও যুব অধিকার পরিষদের সদস্যসচিব ফরিদুল হক। নুরের ফেসবুক স্ট্যাটাসে দাবি করা হয়েছে, তিনি গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকি এলাকা থেকে নুরের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শুরু করে মুক্তাঙ্গনের দিকে যেতে চাইলে প্রথমে পুলিশ মিছিলে বাধা দেয়। এরপর মিছিলটি মতিঝিলের শাপলা চত্বরের দিকে যায়। সেখানে পুলিশের সঙ্গে পরিষদের নেতা-কর্মীদের সংঘর্ষ বাঁধে। এ সময় নুর আহত হন। নুরের সাথে আরও ১৫ জনের মতো আহত হন। এর পর যুব অধিকার পরিষদ পল্টন থেকে পাল্টা মিছিল করে। আবারও সংঘর্ষ ঘটলে সংগঠনটির যুগ্ম আহ্বায়ক (অর্থ) পাঠান আজহারসহ ৮-১০ জন আহত হন। ফরিদুল হক জানান, দুই ঘটনা মিলে সংগঠনের প্রায় ৩০-৩৫ জনের মতো আহত হয়েছেন।

শেয়ার করুন

এই শাখার আরো সংবাদ পড়ুন
All Rights Reserved © rmgbdnews24.com