1. [email protected] : আরএমজি বিডি নিউজ ডেস্ক :
  2. [email protected] : adminbackup :
শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ০২:৫৫ পূর্বাহ্ন

মোবাইলে শ্যালিকার আপত্তিকর ছবি ধারণঃ ভগ্নিপতি আটক

  • সময় বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ৩১৩ বার দেখা হয়েছে

মানিকগঞ্জে মোবাইলে অ্যাপসের মাধ্যমে নিজ শ্যালিকার আপত্তিকর ছবি ও ভিডিও মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে দুলাভাইকে আটক করেছে মানিকগঞ্জ  সিপিসি-৩, র‌্যাব-৪। আটক পলাশ রংদার (২৪) উপজেলার বেলদহ গ্রামের উপেন রংদারের ছেলে। বুধবার (২৯ মার্চ) বিকালে জেলার দৌলতপুর থানার কুমুরিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

জানা যায়, আটককৃত আসামি ভিকটিমের বড় বোনের স্বামী। বিয়ের পর থেকে তিনি ভিকটিমকে অনৈতিক সম্পর্ক করার জন্য বিভিন্ন ভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিল। রাজি না হওয়ায় চলতি বছর ২৮ ফেব্রুয়ারি মোবাইল অ্যাপসের মাধ্যমে ভিকটিমের কুরুচিপূর্ণ ছবি ও ভিডিও তৈরি করে ভিকটিমের বাবা ও অন্যান্য আত্মীয়স্বজনের ইমু নাম্বারসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।  ঘটনার আইনগত প্রতিকার চেয়ে ভিকটিমের বাবা বুধবার সকাল দশটার দিকে মানিকগঞ্জ র‌্যাব-৪, সিপিসি-৩ এ অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের পর অভিযুক্ত পলাশ রংদারকে আটক করা হয়।

আসামির বিরুদ্ধে মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানায় একটি  মামলা রুজু করা হয়েছে।

শেয়ার করুন

এই শাখার আরো সংবাদ পড়ুন
All Rights Reserved © rmgbdnews24.com