যার স্বপ্ন যত বিশাল, তার গন্তব্য ততো দূরে। যার গন্তব্য যত দূরে, তার যাত্রাপথ ততো দীর্ঘ। যার যাত্রাপথ যত দীর্ঘ, তার জীবনে ব্যস্ততা ততো বিস্তৃত। যার ব্যস্ততা যত বিস্তৃত, তার জীবনে অবসাদগ্রস্থ হওয়ার সম্ভাবনা ততো কম।
আমাদের মাঝে মাঝে জীবনের প্রতি অনিহা চলে আসে। কারন, আমাদের স্বপ্নের বিশালতা খুবই কম। আমাদের গন্তব্য খুবই নিকটে। আমাদের যাত্রাপথের পরিসীমা অতি অল্প। আমাদের জীবনের ব্যস্ততা খুবই স্বল্পমেয়াদী।
প্রতিটি মানুষের স্বপ্ন অনেক বড় হওয়া জরুরী। কেবল স্বপ্ন বড় হলেই, বেঁচে থাকার প্রতি মমতা জন্মায়। আর ক’টা মুহূর্ত বেশি বাঁচবার কৌতুহল হয়। গন্তব্যে পৌঁছানোর আগ পর্যন্ত নিজেকে যত্ন করে আগলে রাখতে ইচ্ছে হয়। জীবনের মর্মটা বুঝা যায়।
যার স্বপ্ন যত সীমাবদ্ধ, যত কম; জীবনের প্রতি তার মমত্ববোধও ততো অল্প।
সে চাইলেই, সামান্য অবসাদে মরে যাওয়ার মতন দুঃসাহস দেখাতে পারে।
যার স্বপ্ন অনেক বড়, সে আতংকিত হয় এটা ভেবে যে- গন্তব্যে পৌঁছানোর আগেই না এই জীবন ফুরায়ে যায়।