৮ নভেম্বর ২০২১ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত হয় Scientific Lifestyle & Good Health বিষয়ক একটি সেমিনার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী মো. জাকারিয়া এবং একই বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীসহ ২৫০ জন সেমিনারে অংশগ্রহণ করেন।
ভুল জীবনাচারের কারণে সাম্প্রতিক সময়ে ৭৩% মানুষ রোগাক্রান্ত হচ্ছে। সুস্থ প্রাণোচ্ছল জীবনের জন্যে প্রয়োজন মানসিক প্রশান্তি, শারীরিক পরিশ্রম, প্রাণায়াম বা দম চর্চা এবং সঠিক খাদ্যাভ্যাস। সেমিনারে Scientific Lifestyle & Good Health বিষয়ে মূল আলোচনা উপস্থাপন করেন সাইকোসোমাটিক এন্ড লাইফস্টাইল ডিজিজ থেরাপিস্ট এবং কোয়ান্টাম হার্ট ক্লাবের কো-অর্ডিনেটর ডা. মনিরুজ্জামান। সকাল ১০.৩০ থেকে ১২.৩০ পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী এ অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কোয়ান্টাম মেডিটেশন সোসাইটির সম্মানিত উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ শহিদুল আলম।