1. [email protected] : আরএমজি বিডি নিউজ ডেস্ক :
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
আজও উৎপাদন বন্ধ আশুলিয়ার ২১৯ কারখানায় শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার প্রসঙ্গে যা বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর চট্টগ্রামের সাবেক এমপি ফজলে করিম চৌধুরী আটক পরিবেশ উপদেষ্টার নির্দেশে প্রবেশ ফি কমলো বোটানিক্যাল গার্ডেনের আশুলিয়ায় অনির্দিষ্টকালের জন্য ৫৮ পোশাক কারখানা বন্ধ ঘোষণা ইতিহাসের পাতায় ১১ সেপ্টেম্বর উষ্ণ হৃদয় ও ঠান্ডা মস্তিষ্কের সম্মিলনে মানুষ হয় ভালো মানুষ, দেশ হয় ভালো দেশ ইতিহাসের পাতায় ১০ সেপ্টেম্বর আন্দোলন যেন থামছেই না, কার্যাদেশ হারানোর শঙ্কা সিভিল সার্জনের কার্যালয়ে কর্মকর্তা কর্মচারীদের ভেতরে রেখেই তালা ঝুলিয়ে দিলেন শিক্ষার্থীরা

কল-কারখানায় দুষ্কৃতীরা হামলা চালাচ্ছে, নিরাপত্তা বাড়ানোর দাবি: এফবিসিসিআই সভাপতি

  • সময় বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ৮১ বার দেখা হয়েছে

শিল্প কারখানায় নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। সংগঠনটির সভাপতি মাহবুবুল আলম বলেছেন, বাংলাদেশের তরুণ ছাত্র-জনতার হাতে গত কয়েকদিনে এক অভাবনীয় বিপ্লব সাধিত হয়েছে। বৃহস্পতিবার গণমাধ্যমে মাহবুবুল আলমের পাঠানো বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশের তরুণ ছাত্র-জনতার হাতে গত কয়েকদিনে এক অভাবনীয় বিপ্লব সাধিত হয়েছে। এই বিপ্লবের ফলে ছাত্র-জনতার মাঝে নতুন আশার সঞ্চার হয়েছে। ইতিহাসের এই সন্ধিক্ষণে তারা একটি নিরাপদ, বৈষম্যহীন এবং মানবিক সমাজ গঠনে কাজ করে যাচ্ছে।
কল-কারখানায় দুষ্কৃতীরা হামলা চালাচ্ছে দাবি করে এফবিসিসিআই সভাপতি বলেন, এই অর্জনের মাঝেও কিছু দুষ্কৃতিকারী ও ষড়যন্ত্রকারী বিভিন্ন স্থানে জনগণের জান-মাল, ব্যবসা প্রতিষ্ঠান ও কলকারখানায় হামলা করছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। ব্যবসায়ী সমাজ এ ধরনের ঘৃণিত কাজের হোতাদের ধিক্কার জানাচ্ছে।
মাহবুবুল আলম বলেন, ব্যবসায়ী সমাজ আশান্বিত এই নৈরাজ্য দমনে বাংলাদেশের সাহসী ছাত্রসমাজ পরিশ্রম করে যাচ্ছেন। তারা ইতোমধ্যে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ট্রাফিক নিয়ন্ত্রণ, পরিষ্কার পরিচ্ছন্নতাসহ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং করছে। এতে সাধারণ জনগণের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
তিনি বলেন, কয়েকটি শিল্পাঞ্চলে মালিক ও কর্মীদের মাঝে এখনো আতঙ্ক রয়েছে। এমতাবস্থায় ব্যবসা প্রতিষ্ঠান ও শিল্প কারখানায় নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে ছাত্রসমাজকেও এগিয়ে আসার আহ্বান জানাচ্ছে এফবিসিসিআই। যদিও গত ২৪ জুলাই সাবেক সরকারকে সমর্থন দিয়েছিল সংগঠনটি। সে সময় দেশের অর্থনীতি ধ্বংস হচ্ছে উল্লেখ করেছিলেন তারা।

শেয়ার করুন

এই শাখার আরো সংবাদ পড়ুন
All Rights Reserved © RMGBDNEWS24.COM