1. [email protected] : আরএমজি বিডি নিউজ ডেস্ক :
মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৮:০২ পূর্বাহ্ন

শীতলক্ষ্যায় লঞ্চডুবি ঘটনায় আরও ২১ জনের মরদেহ উদ্ধার

  • সময় মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১
  • ১১৮৭ বার দেখা হয়েছে

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে ডুবে যাওয়া যাত্রীবাহী লঞ্চটি ১৮ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। সোমবার (৫ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় উদ্ধারকারী জাহাজ প্রত্যয় ডুবে যাওয়া লঞ্চটি উদ্ধার করে।লঞ্চের ভেতর থেকে একের পর এক লাশ উদ্ধার করে উদ্ধারকারী দলটি।এসময় সেখান থেকে ২১ জনের মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে লঞ্চডুবির ঘটনায় মোট ২৬ জনের লাশ উদ্ধার করা হলো।এর আগে একই দিন দুপুর ১২টায় দুবার লঞ্চটি অর্ধেকের বেশি তোলা হলেও আবার ডুবে গেছে। আশঙ্কা করা হচ্ছে ভেতরে আরও মরদেহ আটকে থাকতে পারে। এদিকে উদ্ধারকাজে অংশ নেয় কোস্টগার্ড, নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন লঞ্চ ও ২৬ জনের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।
উল্লেখ্য, শীতলক্ষ্যা নদীতে রোববার (৪ এপ্রিল) সন্ধ্যার দিকে লঞ্চডুবির ঘটনা্টি ঘটে। এ ঘটনায় ওইদিন পাঁচ নারীর মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা। এর মধ্যে সন্ধ্যায় এক তরুণীর মরদেহ উদ্ধার করে হাসপাতালে আনা হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিস।

শেয়ার করুন

এই শাখার আরো সংবাদ পড়ুন
All Rights Reserved © rmgbdnews24.com