জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে মফস্বল সাংবাদিক সমিতি ওই কর্মসূচির আয়োজন করে। এতে সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর মুক্তির দাবি জানানো হয়। সমাবেশ চলাকালেই তিনি হঠাৎ অসুস্থ বোধ করেন।
এরপর অসুস্থতা নিয়েই চেয়ারে বসে তিনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন।
বক্তব্য শেষ পর্যায়ে ডা. জাফরুল্লাহ চৌধুরী আরও বেশি অসুস্থ বোধ করলে তার নিজস্ব গাড়িতে তাকে হাসপাতালে পাঠানো হয়।