1. [email protected] : আরএমজি বিডি নিউজ ডেস্ক :
  2. [email protected] : adminbackup :
রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ১১:৫৯ পূর্বাহ্ন

সিভিল সার্জনের কার্যালয়ে কর্মকর্তা কর্মচারীদের ভেতরে রেখেই তালা ঝুলিয়ে দিলেন শিক্ষার্থীরা

  • সময় মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩১ বার দেখা হয়েছে

ফরিদপুরের সিভিল সার্জনের কার্যালয়ের প্রশাসনিক ভবনের ভেতরে কর্মকর্তা-কর্মচারীদের রেখে বিভিন্ন দাবীতে ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন নার্সিং ও মিডওয়াইফারী শিক্ষার্থীরা।
রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে জেলার বিভিন্ন নার্সিং ও মিডওয়াইফারী শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েকশত শিক্ষার্থী মিছিল সহকারে ফরিদপুর জেলা সিভিল সার্জনের কার্যালয়ে আসেন। অত:পর তাদের একটি অংশ সিভিল সার্জন উপস্থিত না থাকায় ডেপুটি সিভিল সার্জন ডা. শাহ মোহাম্মদ বদরুদ্দোজা’র কক্ষে যান।
এ সময় শিক্ষার্থীরা ইতিপূর্বে দুইবার আল্টিমেটাম দেয়ার পরও জেলার সকল বেসরকারী হাসপাতাল ও ক্লিনিক সমূহে অনিবন্ধিত ভুয়া নার্স দিয়ে সেবা প্রদানের নামে প্রতারণা ও স্বাস্থ্য সেবার সকল প্রকারের দূর্ণীতি ও অব্যবস্থাপনা দূর হয়নি জানতে চান।
উপস্থিত সিভিল সার্জন এসব প্রশ্নের সদুত্তর দিতে না পারায় বিক্ষুব্দ হয়ে শিক্ষার্থীরা ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন। ওই সময়ে ভবনের ভেতরে কর্মকর্তা-কর্মচারী ও সেবা প্রার্থীসহ অন্তত ২০জন আটকা পড়েন।
পরে শিক্ষার্থীরা ভবনের সামনে নানা ধরনের শ্লোগান দেন। এবং অবিলম্বে দাবী পূরনের পক্ষে অনড় থেকে শ্লোগান দেন।

শেয়ার করুন

এই শাখার আরো সংবাদ পড়ুন
All Rights Reserved © rmgbdnews24.com