বাংলাদেশের অর্থনীতির চাকাকে সচল রাখছে যে খাত সেটা বাংলাদেশ আরএমজি সেক্টর, সে খাতের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান বিটপি গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান (ঢাকা ইপিজেড )সি কে ডি এল।
Thank you for reading this post, don't forget to subscribe!সি কে ডি এল পরিবার, সব সময় নারীর অধিকারের প্রতি শ্রদ্ধাশীল ,মানসিক পরিবর্তনই পারে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ করতে এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৫ শে নভেম্বর ২০২০ সি কে ডি এল পরিবার কর্মক্ষেত্রে নারীর প্রতি দৃষ্টিভঙ্গি ও চিন্তাভাবনাকে পরিবর্তনের জন্য বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি হাতে নিয়েছে , যার মধ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা অনুষ্ঠান।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ম্যানেজিং ডিরেক্টর মিশাল আলি মানবসম্পদ বিভাগের জি এম ,মেজর অবসরপ্রাপ্ত আব্দুল্লাহ আল মাহমুদ, (এইচ আর এডমিন অ্যান্ড কমপ্লায়েন্স) প্রোডাকশন জিএম ,এ এন এম জাকির মাহমুদ , মানবসম্পদ বিভাগের এ জি এম উজ্জ্বল হায়দার (এইচ আর এডমিন এন্ড ওডি) , সহ প্রতিষ্ঠান অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।
প্রতিষ্ঠানর ম্যানেজিং ডিরেক্টর মিশাল আলি বলেন, আমরা সকলেই যে যেখানেই থাকি না কেন আমাদের প্রত্যেকের পক্ষ থেকে নারীর প্রতি অন্যায় অবিচার এবং সহিংসতা প্রতিরোধে এগিয়ে আসবো ,আমরা আরো খেয়াল রাখব আমাদের কোনো সহকর্মীর সাথে এবং তাদের পরিবারের সাথে অনাকাঙ্ক্ষিত কোন কিছু না ঘটে, সহকর্মীদের সাথে সুন্দর এবং সম্মানীয় আচরণ করার জন্য তিনি সকল পুরুষ সহকর্মীদের আহ্বান জানান।
প্রতিষ্ঠানর মানবসম্পদ বিভাগের জিএম বলেন, নিজের মধ্যে পরিবর্তন, আত্মশুদ্ধি ও দৃষ্টিভঙ্গিকে সদাসর্বদা জাগ্রত করার মাধ্যমে নারীবান্ধব সুস্থ কর্মপরিবেশ নিশ্চিত করা সম্ভব।তিনি আরো বলেন সকল নারীকে মায়ের চোখে দেখতে হবে,এই দৃষ্টিভঙ্গি কে সম্মান জানিয়ে আমরা সকল কর্ম নীতি এবং কর্ম পর্যালোচনা করে থাকি, যেকোনো অভিযোগের বিরুদ্ধে আমাদের অবস্থান সুদৃঢ় , সুষ্ঠু তদন্ত ও সুষ্ঠু সমাধানের মাধ্যমে আমরা অভ্যন্তরীণ কর্মপরিবেশ কে নিরাপদ রাখতে সদা সচেষ্ট , এর আশানুরূপ ফল ও আমরা পাচ্ছি সামনের দিনগুলোতেও একই ধরনের গণসচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন করতে সি কে ডি এল বদ্ধপরিকর।
প্রতিষ্ঠানের মানবসম্পদ বিভাগের এ জি এম ,উজ্জ্বল হায়দার তার বক্তব্যে বলেন, আমি ব্যক্তিগত জীবনে তিনজন মেয়ের বাবা, তিনি আরো যুক্ত করেন ,সি কে ডি এল এ কর্মরত সকল নারীর মধ্যে তিনি তার মেয়েদের খুঁজে পান।তিনি অঙ্গীকার করেন যে ,নারীর প্রতি সম্মান অক্ষুন্ন রাখার ব্যাপারে কোনো ছাড় নেই ,তিনি আরও উল্লেখ করে বলেন কিছু মানুষ রুপে কাপুরুষদের নোংরা মনোবৃত্তির বহিঃপ্রকাশই হচ্ছে নারীর প্রতি সহিংসতার রূপ।যে চোখ নারীর প্রতি সম্মান দিতে জানে না ,সেই চোখের ঠাঁই সি কে ডি এল এ হবে না।
বেলা একটা থেকে ,সি কে ডি এল প্রাঙ্গণে অনুষ্ঠান শুরু হয় , রঙ বেরঙের প্লাকার্ডে এবং ব্যানারে সজ্জিত হয়ে নারী কর্মীদের অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠে ,সি কে ডি এল প্রাঙ্গন এইসময় কর্মীরা তাদের সি কে ডি এল এর সাথে সুন্দর পথ চলা এবং নারীর প্রতি সকল প্রকার সহিংসতার প্রতিবাদ নিয়ে মতামত দেয়।