কক্সবাজারের উখিয়া-টেকনাফের বিভিন্ন ক্যাম্প থেকে আরো প্রায় তিন হাজার রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসানচরে নেয়া হচ্ছে।রোহিঙ্গাদের জন্য এটি তৃতীয় দফায় স্থানান্তর।
Thank you for reading this post, don't forget to subscribe!আজ বৃহস্পতিবার দুপুর থেকে এসব রোহিঙ্গাকে চট্টগ্রামের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। শুক্রবারও এ প্রক্রিয়া চলমান থাকবে। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শামসুদ্দৌজা নয়ন।
উল্লেখ্য, এর আগে গত ৪ঠা ডিসেম্বর প্রথম ধাপে ১ হাজার ৬৪২ জন এবং ২৯শে ডিসেম্বর দ্বিতীয় ধাপে ১ হাজার ৮০৪ জনসহ মোট ৩ হাজার ৪৪৭ জন রোহিঙ্গাকে ভাসানচরে নিয়ে যাওয়া হয়।