1. [email protected] : আরএমজি বিডি নিউজ ডেস্ক :
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০২:৫৮ পূর্বাহ্ন

সীমান্তে ভারত-চীনা সেনাদের সেই রক্তক্ষয়ী সংঘর্ষের ভিডিও প্রকাশ

  • সময় শনিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২১
  • ১০৬৫ বার দেখা হয়েছে

গালওয়ান সীমান্তে ভারত-চীনা সেনাদের সেই রক্তক্ষয়ী সংঘর্ষ নিয়ে ভিডিও প্রকাশ্যে এল। শুক্রবার সন্ধ্যায় চীনের সরকারি সংবাদমাধ্যমের পক্ষ থেকে গালওয়ানের সংঘর্ষের আগে ও পরের বিভিন্ন মুহূর্তের ভিডিও চিত্র প্রকাশ করা হয়।২০২০ সালের ১৫ জুন দুই বাহিনীর মধ্যে এই রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। সংঘর্ষের যাবতীয় দায়ভার ভারতের উপর চাপিয়েছে বেইজিং। ভিডিওর আবার দুটি পৃথক ভার্সন বের করা হয়েছে। একটি ভিডিও প্রকাশ করেছে চীনের জাতীয় সম্প্রচারকারী সিজিটিএন এবং অপরটি সামনে নিয়ে এসেছে সরকারি সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস। দুটি ভিডিওতেই খাড়া পর্বত শৃঙ্গের মাঝে একটি নদীর পাশে ভারতীয় এবং চীনা সেনাদের কথাবার্তা চালানো, একে অপরের দিকে তেড়ে যাওয়ার দৃশ্য দেখানো হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

গ্লোবাল টাইমসের ৩ মিনিট ২০ সেকেন্ডের ভিডিওতে চীনা ভাষায় দাবি করা হয়েছে, ভারতীয় বাহিনীর কারণেই গত বছরের এপ্রিল থেকে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় উত্তেজনা তৈরি হয়েছে। ভারতীয় বাহিনীকে ‘বহিরাগত’-এর তকমা দিয়ে চীনা ধারাভাষ্যে শোনা যায়, চুক্তি লঙ্ঘন করে একতরফাভাবে প্রকৃত নিয়ন্ত্রণরেখার অবস্থার পরিবর্তনের চেষ্টা করা হয়েছিল। সেই সঙ্গে ইংরেজিতে সংক্ষিপ্ত অনুবাদও ভিডিওতে জুড়ে দেওয়া হয়েছে। ভিডিওতে একটি নদীর ধারে একটি তাঁবু নিয়ে আসার দৃশ্য দেখানো হয়েছে। চীনা ধারাভাষ্যকারের দাবি, ভারতীয়রা গালওয়ানে তাঁবু তৈরি করেছিল। সেইসঙ্গে নয়া একটি তাঁবুও নিয়ে আসছেন। তারপরই ভারতীয় সেনাদের নদী পার হওয়ার দৃশ্য দেখানো হয়েছে। সঙ্গে ভিডিওতে শোনা যায়, উত্তেজনা তৈরির জন্য পূর্ববর্তী চুক্তি লঙ্ঘন করে সীমান্ত টপকেছে ভারতীয় বাহিনী। সেই অভিযোগের মধ্যে চশমা পরা ভারতীয় সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে চীনা সেনাবাহিনীর তিন প্রতিনিধির কথাবার্তার দৃশ্য দেখানো হয়েছে।তাদের মধ্যে একজনকে পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) কমান্ডার কিউ ফাবাও হিসেবে উল্লেখ করা হয়। পরের দৃশ্যে দু’পক্ষের সেনার মধ্যে সংঘাতের ছবি দেখানো হয়। তারপর রাতেরও কয়েকটি দৃশ্য দেখানো হয় এবং চীনা ধারাভাষ্যে দাবি করা হয়, ‘চীনা সেনা বীরত্বের সঙ্গে লড়াই করেছে এবং নিয়মভঙ্গকারীদের হারানো হয়েছে এবং তাড়িয়ে দেওয়া হয়েছে। ’

শেয়ার করুন

এই শাখার আরো সংবাদ পড়ুন
All rights reserved © RMGBDNEWS24.COM
Translate »