বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তিনি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
Thank you for reading this post, don't forget to subscribe!মঙ্গলবার বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
তিনি বলেন, মাঝে মওদুদ আহমেদের শারীরিক অবস্থা ভালোর দিকে ছিল। কিন্তু, ফুসফুসে পানি আসায় আবার তার শারীরিক অবস্থার অবনতি হয়।
তিনি আরও বলেন, বর্তমানে তিনি সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন। সেখানে তার সঙ্গে স্ত্রী হাসনা মওদুদ রয়েছেন।
এর আগে ২৯ ডিসেম্বর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয় তাকে। গত ৬ জানুয়ারি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে হাসপাতালে দেখতে যান।
১৩ জানুয়ারি সিসিইউ থেকে তাকে কেবিনে স্থানান্তর করা হয়। ২০ জানুয়ারি হাসপাতাল থেকে বাসায় নেয়া হয়।
এরপর আবার ২১ জানুয়ারি তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকেই তাকে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেয়া হয়েছে।