করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত এক দিনে আরো ১৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন রোগী শনাক্ত হয়েছে আরো ৯১২ জন, যা ৫৮ দিনের মধ্যে সবচেয়ে বেশি।
Thank you for reading this post, don't forget to subscribe!এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ৮ হাজার ৪৮৯ জনের মৃত্যু হলো। এবং শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৫২ হাজার ৮৭ জনে।
মঙ্গলবার বিকেলে সংবাদমাধ্যমে পাঠানো স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
এর আগে সর্বশেষ ১০ জানুয়ারি স্বাস্থ্য অধিদফতর এক দিনে আজকের চেয়ে বেশি রোগী শনাক্তের তথ্য দিয়েছিল। সেদিন ১ হাজার ৭১ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছিল। তার পর থেকে এ পর্যন্ত দেশে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা ৯ শ’র নিচেই ছিল।
সংক্রমণ বাড়তে থাকায় দৈনিক শনাক্ত রোগীর হারও আবারো ৫ শতাংশের উপরে উঠে এসেছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুসারে, বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরো ১ হাজার ২২৯ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৫ লাখ ৫ হাজার ৩৪৯ জন হয়েছে।
বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছর ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর।