ক্রিস্টিয়ানো রোনালদোর পর চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় হয়ে গেল লিওনেল মেসিরও। গতরাতে শেষ ষোলোর ম্যাচে পিএসজির সঙ্গে ১–১ গোলে ড্র করেছে বার্সেলোনা। প্রথম লেগে ক্যাম্প ন্যুতে ৪–১ গোলে হারটাই কাল হলো তাদের। দুই লেগ মিলিয়ে ৫–২ গোলে এগিয়ে থেকে শেষ ৮ নিশ্চিত করেছে পিএসজি।
Thank you for reading this post, don't forget to subscribe!কাল ম্যাচে কিলিয়ান এমবাপ্পের পেনাল্টিতে এগিয়ে গিয়েছিল পিএসজি। পরে মেসির দূরপাল্লার শটের গোলে সমতা ফেরায় বার্সেলোনা। প্রথমার্ধের একেবারে শেষ লগ্নে আর্জেন্টাইন তারকার পেনাল্টি ঠেকিয়ে দেন পিএসজি গোলরক্ষক কেইলর নাভাস। পরে দ্বিতীয়ার্ধে পিএসজিকে প্রচণ্ড চেপে ধরেও গোলসংখ্যা বাড়াতে পারেনি তারা।
আগের রাতেই পোর্তের সঙ্গে দুই লেগ মিলিয়ে পিছিয়ে পড়ে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিয়েছিল জুভেন্টাস। বিদায় ঘটেছে ক্রিস্টিয়ানো রোনালদোরও। কাল মেসিও বিদায় নিলেন। এর অর্থ, ২০০৫ সালের পর এই প্রথম চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে বিশ্ব ফুটবলের দুই সেরা তারকা মেসি–রোনালদোর কেউই থাকছেন না।