মাহামারি করোনায় আক্রান্ত হয়েছে মৌসুমি পরিবারের তিন সদস্য।আক্রান্ত হয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী, তার ছেলে ফারদীন এহসান স্বাধীন ও পুত্রবধু সাদিয়া রহমান আয়েশা। তাদের করোনার উপসর্গ থাকায় তারা আইসোলেশনে রয়েছেন। বিষয়টি নিশ্চিত করে চিত্রনায়ক ওমর সানি বলেন।
Thank you for reading this post, don't forget to subscribe!ওমর সানি বলেন, ‘মৌসুমীরও শরীর ব্যথা, গলাব্যথা, হালকা জ্বর; যে কারণে সে পরিচালক সমিতির নির্বাচনে ভোট দিতেও যেতে পারেনি। ডাক্তারের পরামর্শে তার চিকিৎসা চলছে।সপ্তাহখানেক আগে ধুমধাম করে একমাত্র ছেলে ফারদিনের বিয়ে দিয়েছেন ওমর সানি-মৌসুমী দম্পতি। আর আজ শুক্রবার বিকেলে ওমর সানি তার ফেসবুকে একটি স্ট্যাটাসে লিখেছেন, ‘আমার স্ত্রী, আমার ছেলে নতুন বৌমা, বাসার অন্য সদস্য এবং আত্মীয়-স্বজন, আমার প্রিয় কজন মানুষ অসুস্থ। আপনারা দোয়া করবেন সবাই যেন দ্রুত সুস্থ হয়ে যান। আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন।’