রংপুরে ভারতীয় চাল নুরজাহান এসেও কমাতে পারছে না দেশি মিনিকেটসহ অন্যান্য চালের দাপট। বাজারে প্রচুর সরবরাহ থাকলেও কমছে না চালের দাম। লাগামহীন চালের দাম বাড়াতে বাজার মনিটরিংয়ের দাবি জানিয়েছেন ভোক্তারা। সপ্তাহের ব্যবধানে প্রকার ভেদে চালের বস্তাপ্রতি দাম বেড়েছে ১০০ টাকা। মিলারদের ও এক শ্রেণির ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে চালের মূল্য বাড়ছে বলে মন্তব্য করেছেন ব্যবসায়ীরা। ভারতীয় চাল প্রবেশ করায় বাজারে চালের কোনো সংকট নেই। এই সুবাধে বাজারে দেশি চালের দাম কমার কথা। কিন্তু বাস্তবে কোনো প্রভাব ফেলেনি ভারতীয় চাল। এক কথায় কোনো কারণ ছাড়াই বাড়ছে চালের দাম।সিটি বাজারসহ বিভিন্ন চাল বাজারের খুচরা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েকদিন আগেও মিনিকেট চাল বিক্রি হয়েছিল ৫২ টাকা কেজি দরে। বর্তমানে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬২ টাকায়। নাজিরশাইল চালের দামও কেজিতে ৫ থেকে ৭ টাকা বেড়ে ৬৪ থেকে ৬৫ টাকায় বিক্রি হচ্ছে। ভারতীয় আমদানি করা নূরজাহান চালের বস্তা (৫০ কেজি) বর্তমান বাজারে বিক্রি হচ্ছে ২ হাজার ১০০ থেকে ২ হাজার ২০০ টাকায়।Thank you for reading this post, don't forget to subscribe!