1. [email protected] : আরএমজি বিডি নিউজ ডেস্ক :
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৮:০৬ অপরাহ্ন

ধর্মের পুনর্জাগরণ

  • সময় রবিবার, ৯ মে, ২০২১
  • ৮৯৯ বার দেখা হয়েছে

প্রত্যেক শতাব্দীর শুরুতে আল্লাহ তোমাদের মাঝে একজন যুগ-সংস্কারক পাঠাবেন—যিনি শাশ্বত ধর্মের পুনরুজ্জীবন ঘটাবেন।
—আবু হুরায়রা (রা); আবু দাউদ, মেশকাত

Thank you for reading this post, don't forget to subscribe!

আমার অনুসারীদের স্বল্পসংখ্যক হবে আশীর্বাদসিক্ত। আমার পর এরাই প্রচলিত জঞ্জাল থেকে মুক্ত করে আমার সত্যিকারের সুন্নতের পুনর্জাগরণ ঘটাবে।
—আমর ইবনে আউফ (রা); তিরমিজী, মেশকাত

তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি—যে মানুষকে (মনোজাগতিক) দাসত্ব থেকে মুক্ত করে ইসলামের (শান্তি ও সমর্পণের) আলোয় আলোকিত করার জন্যে নিরলস পরিশ্রম করে।
—আবু হুরায়রা (রা); বোখারী

সমাজে একটি কল্যাণময় সুন্নতের প্রচলন যে করবে, সে আল্লাহর কাছে বিশেষভাবে পুরস্কৃত হবে।
—জারির ইবনে আবদুল্লাহ (রা); তিরমিজী, আহমদ

তোমরা সরলপথ অনুসরণ করো। প্রতিটি বিষয়ের সহজ সমাধান করো। (ধর্মের নামে) কঠিন ও কঠোর পথ এবং প্রক্রিয়া বর্জন করো। সুখবরের বাহক হও। ঘৃণা-বিদ্বেষ সৃষ্টি থেকে বিরত থাকো।
—আবু হুরায়রা (রা), আনাস ইবনে মালেক (রা); বোখারী, মুসলিম

আমার বাণী শুনে যে তা অন্যদের কাছে পৌঁছে দেয়, আল্লাহ তাকে কল্যাণ ও তৃপ্তি দেবেন। কারণ যারা তার কাছ থেকে বাণী পেল, তাদের অনেকেই তার চেয়েও সে বাণীর উত্তম সংরক্ষক ও প্রচারক হতে পারে।
—আবদুল্লাহ ইবনে মাসউদ (রা); তিরমিজী, ইবনে মাজাহ

কল্যাণের পথে আহ্বানকারী কল্যাণকর কাজ সম্পাদনকারীর সমান পুরস্কার পাবে। (কাজ সম্পাদনকারীর পুরস্কারও কোনোভাবেই কমবে না)
—আবু হুরায়রা (রা), আবু মাসউদ (রা); মুসলিম

আল্লাহ যদি তোমার মাধ্যমে একজন মানুষকেও হেদায়েত দান করেন, তাহলে তা তোমার জন্যে মূল্যবান লাল উটের পাল প্রাপ্তি থেকেও উত্তম।
—সহল ইবনে সাদ (রা); বোখারী, মুসলিম

উটের পাল খুঁজলে দূরযাত্রার যোগ্য উট একশতে একটা পাওয়া কঠিন। একইভাবে দীর্ঘ সাধনা বা সংগ্রামের যোগ্য মানুষও শতের মধ্যে একজন পাওয়া কঠিন।
—আবদুল্লাহ ইবনে ওমর (রা); বোখারী, মুসলিম

যখন কোনো নেতা ইজতিহাদ অর্থাৎ চিন্তা-গবেষণা ও বিচার-বিশ্লেষণ করে সঠিক সিদ্ধান্তে উপনীত হবে, তখন সে দুটি নেকি পাবে। আর যথাযথ চিন্তা-গবেষণা বিচার-বিশ্লেষণের পরও যদি তার সিদ্ধান্ত পরে ভুল প্রমাণিত হয়, তবুও সে একটি নেকি পাবে (ইজতিহাদ করার জন্যে)।
—আমর ইবনুল আস (রা); বোখারী, মুসলিম

আল্লাহ আমার উম্মতের জন্যে তিনটি বিষয় নিশ্চিত করেছেন—

১. ব্যাপক দুর্ভিক্ষে তারা বিলুপ্ত হবে না।

২. শত্রুরা তাদের সমূলে বিনাশ করতে পারবে না।

৩. সবাই একসাথে পথভ্রষ্ট হবে না।

—আমর ইবনে কায়েস (রা); দারিমি, মেশকাত

তোমাদের মধ্যে সর্বোত্তম হবে আমার সংস্পর্শে গড়ে ওঠা মানুষেরা (সাহাবীরা)। এরপর তাদের সংস্পর্শে যারা গড়ে উঠবে তারা (তাবেঈনরা)। এরপর তাদের সংস্পর্শে যারা গড়ে উঠবে তারা (তাবে-তাবেঈনরা)। এদের পর এমন মানুষেরা সামনে চলে আসবে, যারা সাক্ষ্য দিতে চাইবে, কিন্তু তাদের সাক্ষ্য গ্রহণ করা হবে না। তারা আমানতের খেয়ানত করবে, অঙ্গীকার লঙ্ঘন করবে আর তাদের শরীর হবে মেদ-আক্রান্ত।
—ইমরান ইবনে হোসেইন (রা); বোখারী, মুসলিম

হে আল্লাহর রসুল! আমরা ইসলাম গ্রহণ করেছি, আপনার সাথে প্রাণান্ত সংগ্রাম করেছি। আমাদের চেয়েও অগ্রগামী কেউ হবে কি? নবীজী (স) জবাবে বলেন, হাঁ, হবে। যারা আমার পরে জন্মগ্রহণ করবে এবং আমাকে না দেখেই সত্যিকার বিশ্বাস করবে।
—আবু ওবায়দা (রা); আহমদ, মেশকাত

তোমরা যারা আমাকে দেখে বিশ্বাস স্থাপন করেছ, তারা অবশ্যই আশীর্বাদপ্রাপ্ত। আর যারা আমাকে কখনো দেখে নি, কিন্তু বিশ্বাস করেছে, তারা তোমাদের চেয়ে সাত গুণ আশীর্বাদপ্রাপ্ত।
—আনাস ইবনে মালেক (রা); আহমদ

শেয়ার করুন

এই শাখার আরো সংবাদ পড়ুন
All rights reserved © RMGBDNEWS24.COM
Translate »