1. [email protected] : আরএমজি বিডি নিউজ ডেস্ক :
বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ১১:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
দীর্ঘজীবনের রহস্য জানুন, দীর্ঘদিন বাঁচুন বিদেশে পড়তে যাওয়ার মোড়কে আত্মপ্রতারিত হওয়ার গোমড় ফাঁস! Tiger 3 BO Prediction: শাহরুখকে টেক্কা, প্রথমদিনই ১০০ কোটি ছোঁবে সলমনের ‘টাইগার ৩’! দিওয়ালিতে মহাধামাকা জয়-পরাজয়ের রহস্য সমস্যার সমাধান করবেন কীভাবে? যে-কোনো কাজ ভালোভাবে করবেন কীভাবে? টাইগার 3 রিলিজের আগে, YRF স্পাই ইউনিভার্স ফিল্ম ফেস্টিভ্যাল আয়োজন করবে এক থা টাইগার, টাইগার জিন্দাহ্যায়, পাঠান এবং ওয়ার বড় পর্দায় ফিরে আসছে! বাংলাদেশের পোশাক শ্রমিকরা মজুরি বৃদ্ধির দাবিতে রাজপথে বিক্ষোভ অব্যাহত রেখেছে *হালাল জীবিকার উপর সন্তুষ্ট থাকা।*  “হুসনুল খুলুক”সুন্দর চরিত্র এবং চরিত্রবান হওয়ার উপায়  

অহংকার

  • সময় বুধবার, ১২ মে, ২০২১
  • ১৪৭০ বার দেখা হয়েছে

অহংকার হলো আত্মগর্বের কারণে সত্যকে অস্বীকার করা, অন্যকে হেয় মনে করা। কারো অন্তরে অণু পরিমাণ অহংকার থাকলেও সে জান্নাতে প্রবেশ করতে পারবে না।
—আবদুল্লাহ ইবনে মাসউদ (রা); মুসলিম

Thank you for reading this post, don't forget to subscribe!

মূর্খ উদ্ধত অবাধ্য অহংকারী সীমালঙ্ঘনকারী জাহান্নামে প্রবেশ করবে।
—হারিসা ইবনে ওয়াহাব (রা); বোখারী, মুসলিম

তিনটি দোষ তোমার বিনাশ ঘটাবে। এই তিনটি সর্ববিনাশী দোষ হচ্ছে :

১. প্রবৃত্তির অনুসরণ করা। ২. কৃপণতায় অভ্যস্ত হওয়া। ৩. অহংকারে আক্রান্ত হওয়া। শেষটি সর্বগুণবিনাশী।
—আবু হুরায়রা (রা); বায়হাকি, মেশকাত

একরোখা ও বিতর্কে লিপ্ত মানুষকে আল্লাহ অত্যন্ত অপছন্দ করেন।
—আয়েশা (রা); মুসলিম, আশকালানী

একজন প্রশ্ন করলেন, সুন্দর পোশাক ও সুন্দর জুতো পরা কি অহংকার? নবীজী (স) বলেন, আল্লাহ নিজে সুন্দর এবং তিনি সৌন্দর্য পছন্দ করেন। (অর্থাৎ সুন্দর পোশাক বা জুতো পরা অহংকার নয়। অহংকার হচ্ছে অন্যকে হেয় করা ও নিজেকে বড় মনে করার এক ভ্রান্ত দৃষ্টিভঙ্গি।)
—আবদুল্লাহ ইবনে মাসউদ (রা); মুসলিম

আল্লাহ মহাবিচার দিবসে তিন ধরনের মানুষের প্রতি সদয় হবেন না—

১. যারা অহংকার করে কাপড় ঝুলিয়ে মাটিতে লাগিয়ে চলে।

২. যারা উপকার করে খোঁটা দেয় বা বলে বেড়ায়।

৩. যারা মিথ্যা শপথ করে নিম্নমানের পণ্য বিক্রি করে।
—আবু যর গিফারী (রা); মুসলিম

আল্লাহর দৃষ্টিতে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে সেই ব্যক্তি, যে নিজেকে শাহেনশাহ বা রাজাধিরাজ উপাধিতে ভূষিত করে।
—আবু হুরায়রা (রা); বোখারী, মুসলিম

কেউ যদি চায় যে, অন্যেরা দাঁড়িয়ে তাকে সম্মান করুক, তাহলে সে যেন জাহান্নামে তার নিবাস অনুসন্ধান করে।
—মোয়াবিয়া (রা); তিরমিজী, আবু দাউদ

একজন মানুষ যদি ক্রমাগত সাধারণ মানুষ থেকে নিজেকে বিচ্ছিন্ন করে রাখে ও সাধারণের সাথে অপমানজনক আচরণ করে, তাহলে সে  ধীরে ধীরে উদ্ধত অহংকারী মানুষে রূপান্তরিত হয়। ফলে তার পরিণতিও হয় করুণ।
—সালামা ইবনে আকওয়াহ (রা); তিরমিজী

শেয়ার করুন

এই শাখার আরো সংবাদ পড়ুন
All rights reserved © RMGBDNEWS24.COM
Translate »