ইমরানুল ইসলাম (চিফ রিপোর্টার)
Thank you for reading this post, don't forget to subscribe!আনজির অ্যাপারেলস লিমিটেড ইউনিট ২, দেওয়ান ইদ্রিস রোড, জিরাবো, আশুলিয়া, সাভার, ঢাকা, বাংলাদেশ এর মধ্যে একটি স্বনামধন্য সোয়েটারস উৎপাদন প্রতিষ্ঠান। দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে সে তার ব্যবসা পরিচালনা করে আসছে, এবং প্রতিষ্ঠানের উচ্চ পদস্থ কর্মকর্তা ও মালিক যথেষ্ট কর্মীবান্ধব।
২০২১ইং ফেব্রুয়ারি মাসে আনজির অ্যাপারেলস এর অংশগ্রহণকারী কমিটির মেয়াদ শেষ হলে মালিক বলেন শ্রমিক আমার প্রতিষ্ঠানের প্রাণ। তাই তাদের সুযোগ -সুবিধা ও অভিযোগ শোনার জন্য অতি তাড়াতাড়ি অংশগ্রহণকারী কমিটি নির্বাচনের আদেশ প্রদান করেন। সেই উপলক্ষে গত মাসপ জনাব বদিউজ্জামান নিউটন শ্রমিকদের থেকে তিন জন শ্রমিক ও মালিক পক্ষ থেকে দুই জন নিয়ে নির্বাচনী পরিচালনা কমিটি গঠন করেন।
উক্ত কমিটি এপ্রিল মাসে নির্বাচনী তফসিল ঘোষণা করেন। উক্ত ঘোষণা অনুযায়ী গত ২৭-০৫-২০২১ইং তারিখে নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে সারাদিন নির্বাচন পরিদর্শন করেন আরএমজি সেক্টরের উল্লেখযোগ্য কিছু মানুষ। তাদের মধ্যে কয়েকজন: জনাব মোখলেসুর রহমান (শ্রম অধিদপ্তর), জনাব জিল্লুর রহমান (ব্যবস্থাপক- আনজির টেরি-টাওয়ালস লিঃ), জবাব মোঃ রাসেল(ডিজাইনেক্স লিঃ), জনাব বিপ্লব (জিসিএস লিঃ) সহ আরো অনেকে নির্বাচন পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন।
উক্ত নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বীতা করেন এবং যারা বিজয় লাভ করেন তাদের নাম উল্লেখ করা হলোঃ নির্বাচনী এলাকা –০১
১।মোছাঃ ডলি
নির্বাচনী এলাকা –০২
১।মোঃজাহিদ হাসান
২।মোঃ সাদেকুল
নির্বাচনী এলাকা –০৩
১।মোঃ জসিম উদ্দিন
২।মোঃ জাহিদ মোল্লা
নির্বাচনী এলাকা –০৪
১।মোছাঃ সালমা আক্তার
নির্বাচনী এলাকা –০৫
১।মোছাঃ সুমি
নির্বাচনী এলাকা –০৬
১।মোঃ রুবেল
নির্বাচন পরিচালনার যাবতীয় দিক নির্দেশনা প্রদান করেছেন জনাব বাকিউজ্জামান নিউটন ও নির্বাচন পরিচালনা করেছেন সাজ্জাদুল ইসলাম।