1. [email protected] : আরএমজি বিডি নিউজ ডেস্ক :
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৩:০৪ অপরাহ্ন

ঢাকার পথে চীনের ছয় লাখ টিকা

  • সময় রবিবার, ১৩ জুন, ২০২১
  • ১০৬৩ বার দেখা হয়েছে

চীনের দেওয়া দ্বিতীয় দফা উপহারের ছয় লাখ টিকা নিয়ে বাংলাদেশ বিমানবাহিনীর দুটি পরিবহন বিমান আজ রোববার ঢাকার পথে রওনা দিয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

ঢাকায় চীন দূতাবাসের উপরাষ্ট্রদূত হুয়ালং ইয়ান জানান, আজ সকালে (বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টা) বাংলাদেশ বিমানবাহিনীর দুটি পরিবহন বিমান বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করেছে।

চীন গত ১২ মে সিনোফার্মের তৈরি পাঁচ লাখ টিকা বাংলাদেশে পাঠায়। সিনোফার্মের তৈরি ওই টিকার ৩০ হাজার অবশ্য বাংলাদেশে কর্মরত চীনের নাগরিকদের জন্য বরাদ্দ করা হয়েছে।

চীনের দেওয়া দ্বিতীয় দফা উপহারের ছয় লাখ টিকা নিয়ে বাংলাদেশ বিমানবাহিনীর দুটি পরিবহন বিমান ঢাকার পথে রওনা দিয়েছে। ছবি: হুয়ালং ইয়ানের ফেসবুক পেজ থেকে।

পরে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গত ২১ মে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে ফোনালাপের সময় আরও ছয় লাখ টিকা উপহার দেওয়ার কথা জানান। এবার যে টিকা চীন উপহার পাঠাচ্ছে, তা–ও সিনোফার্মের তৈরি।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সম্প্রতি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক ব্রিফিংয়ে বলেন, ‘চীনের উপহারের ছয় লাখ টিকা আনতে আমরা দুটি সি-১৩০ প্লেন পাঠাচ্ছি।

চাইনিজ কমিউনিস্ট পার্টি আওয়ামী লীগকে চিকিৎসাসামগ্রী দিচ্ছে। টিকা নেওয়ার পর উড়োজাহাজে যা জায়গা থাকবে, তাতে সেগুলো নিয়ে আসা হবে।’

 

 

শেয়ার করুন

এই শাখার আরো সংবাদ পড়ুন
All rights reserved © RMGBDNEWS24.COM
Translate »