1. [email protected] : আরএমজি বিডি নিউজ ডেস্ক :
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৩:০৮ পূর্বাহ্ন

প্যারাগুয়েকে উড়িয়ে কোপার কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

  • সময় মঙ্গলবার, ২২ জুন, ২০২১
  • ১০৪৪ বার দেখা হয়েছে

প্যারাগুয়েকে উড়িয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করল আর্জেন্টিনা।

Thank you for reading this post, don't forget to subscribe!

মঙ্গলবার ১-০ গোলে জিতে তিন ম্যাচে তাদের সংগ্রহ ৭ পয়েন্ট। ব্রাজিল এবং চিলির পর তৃতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠল লিওনেল মেসির দল।

১০ মিনিটের মাথায় আর্জেন্টিনার হয়ে গোল করেন আলেয়ান্দ্রো গোমেজ। তাকে গোলের পাস বাড়িয়েছিলেন আঞ্জেলো ডি মারিয়া। শুরু থেকেই ভয়ঙ্কর দেখাচ্ছিল মারিয়াকে। বল নিয়ে ডানদিক থেকে ভিতর দিকে ঢুকে আসেন তিনি। তারপর ডিফেন্স চেরা পাস গোমেজকে। সঙ্গে সঙ্গে গোলকিপারের ওপর দিয়ে বল জালে জড়িয়ে দেন স্প্যানিশ ক্লাব সেভিয়ার হয়ে খেলা এই ফুটবলার। এতে স্বস্তির হাসি ফুটে ওঠে মেসিদের মুখে।

এ দিন ৪-২-৩-১ ছকে মাঠে নেমেছিল স্কালোনির ছেলেরা। প্রথম একাদশে শুরু করেন সার্খিও আগুয়েরো। আট মিনিটের মাথায় তার কাছে সুযোগ এসে গিয়েছিল স্কোরকার্ডে নামে তোলার। গোলের সামনে বল পেয়েও জালে জড়াতে পারেননি তিনি। ৬১ মিনিটের মাথায় তাকে তুলে লাজিওর জোয়াকিন কোরিয়াকে নামিয়ে দেন স্কালোনি।

তবে ২-০ গোলে জিততেই পারতেন মেসিরা। ৪৫ মিনিটের মাথায় নিজেদের জালে বল জড়িয়ে দিয়েছিলেন প্যারাগুয়ের জুনিয়র আলন্সো। তবে প্রথম গোলের দুই কারিগরই সুযোগ তৈরি করে দিয়েছিলেন দলকে ফের এগিয়ে দেওয়ার। ডি মারিয়ার শট আটকে দেন প্যারাগুয়ের গোলরক্ষক অ্যান্থনি সিলভা। সেই বল পেয়ে যান আর্জেন্টিনার লিয়ান্দ্রো প্যারাদেস। পাস বাড়িয়ে দেন গোমেজকে। সেই বল ধরে গোল বক্সে ক্রস তোলেন তিনি। আলন্সোর পা লেগে সেই বল গোলে ঢুকে যায়। তবে অফসাইডের সিদ্ধান্ত জানান রেফারি। লিওনেল মেসি অফসাইড হয়েছিলেন। ভিএআর-এর মাধ্যমে যাচাই করেও অফসাইডের সিদ্ধান্তই বহাল রাখা হয়।

 

শেয়ার করুন

এই শাখার আরো সংবাদ পড়ুন
All rights reserved © RMGBDNEWS24.COM
Translate »