সূরা মায়েদায় উল্লেখিত আছে মানবজাতির প্রথম কোরবানির ঘটনা।
Thank you for reading this post, don't forget to subscribe!দুই ভাই হাবিল ও কাবিল। হাবিল ছিলেন মেষপালক ও কাবিল ছিলেন জমিদার।
দুইজনকে তাদের পিতা আদম (আ) বললেন কোরবানি দিতে। এরপর দুই ভাই তাদের জীবনোপকরণ থেকে কোরবানি দিলেন।
হাবিল যেহেতু মেষপালক ছিলেন, তিনি মেষ কোরবানি করলেন। কাবিল যেহেতু জমিদার ছিলেন, তিনি তার জমির ফসল কোরবানি দিলেন।
কিন্তু কাবিলের কোরবানি কবুল হলো না। এবং তখন প্রকাশ হলো যে আসলে কাবিলের মনে শুরু থেকেই ছিল হিংসা ও অহংকার।
২৭. হে নবী! কিতাবিগণকে আদমের দুই পুত্র হাবিল ও কাবিলের ঘটনা ভালো করে বর্ণনা করো। তারা যখন কোরবানি করেছিল, তখন একজনের কোরবানি কবুল হলো কিন্তু অন্যজনের কোরবানি কবুল হলো না। ক্ষিপ্ত হয়ে সে বলল, আমি তোমাকে খুন করব। অপরজন বলল, প্রভু তো শুধু আল্লাহ-সচেতনদের কোরবানিই কবুল করেন। (সূরা মায়েদা)
অর্থাৎ কোরবানি শুধু কবুল হয় স্রষ্টাসচেতনদের।
যদি আমরা শুধু আমাদের জীবনোপকরণের একটা অংশ দিয়ে হাট থেকে গরু কিনে জবাই করে কোরবানি হয়েছে ভেবে ফেলি, তবে তা ভুল হবে।
কারণ কোরবানি করা বস্তু এখানে মূল নয়। জীবনোপকরণ থেকে কোরবানি কাবিলও দিয়েছিলেন। কিন্তু তা কবুল হয় নি।