দুই শতাংশের কম শেয়ার ধারণ করা ৯ কোম্পানির ১৭ পরিচালকের পদ শূন্য ঘোষণা করে নির্দেশনা জারি করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। রবিবার (২০ সেপ্টেম্বর) এ নির্দেশনা জারি করেছে বিএসইসি। এতে সই করেছেন কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলাম।
Thank you for reading this post, don't forget to subscribe!শূন্য ঘোষণা করা ১৭ পরিচালকের পদ আগামী ৩০ কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট শর্তে পূরণ করতে বলা হয়েছে। দুই শতাংশ বা তার বেশি শেয়ার আছে— এমন শেয়ার হোল্ডারদের পরিচালক হিসেবে নিয়োগ দিতে হবে।
এর আগে গত ২ জুলাই তালিকাভুক্ত ২২ কোম্পানির ৬১ জন পরিচালককে ৪৫ কার্যদিবসের মধ্যে ন্যূনতম দুই শতাংশ শেয়ার ধারণে আল্টিমেটাম দিয়েছিল বিএসইসি।
কমিশনের আল্টিমেটাম পাওয়ার পর ২৫ জন পরিচালক দুই শতাংশ শেয়ার ধারণ করেছে। ১৯ জন পরিচালক পদত্যাগ করেছেন। আর ১৭ জন পরিচালক দুই শতাংশ শেয়ার ধারণ কিংবা পর্ষদ থেকে পদত্যাগ কোনোটাই করেননি। এখন এই পরিচালকদের পদ শূন্য ঘোষণা করা হলো।