1. [email protected] : আরএমজি বিডি নিউজ ডেস্ক :
  2. [email protected] : Emon : Armanul Islam
  3. [email protected] : musa :
বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২, ১২:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :

ছেলের বউ

  • সময় সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ২৫৩ বার দেখা হয়েছে
উচ্চবিত্ত ঘরের সুন্দরী মেয়েকে
ছেলের বউ করে ঘরে এনে দেখলাম,
সে-তো বউ নয়,
সংসার ভাঙার এক ভয়ংকর কারিগর।
আমাদের দেশে এজন্যে বহু ছেলে
হতাশায় ভোগে ও বিপথে চলে যায়।
নিজের ছেলে বা নিজের
মেয়ে হলে সাত খুন মাফ।
আর পরের মেয়ে হলে
সে ঘরভাঙার কারিগর।
শুধু কি মেয়েরা দোষী,
ছেলেরা সব ধোয়া তুলসী পাতা?
বহু শ্বশুরবাড়িতে মেয়েরাই তো
নির্যাতিত হচ্ছে, মার খাচ্ছে,
যৌতুকের জন্যে অত্যাচারিত হচ্ছে।
ছেলেকে বেশিরভাগ ক্ষেত্রেই
উসকানি দিচ্ছে পরিবারের লোক
অধিকাংশ ক্ষেত্রেই ছেলের মা।
এটা হচ্ছে বাস্তবতা।
নিজের ছেলে বলে ভালো,
পরের মেয়ে খারাপ—
এভাবে বিষয়টিকে না দেখে
বাস্তবতার নিরিখে সমস্যাটা
সমাধান করার চেষ্টা করুন।
অন্যায়কারী যে-ই হোক—
ছেলে বা মেয়ে সে সমভাবে নিন্দনীয়।

শেয়ার করুন

এই শাখার আরো সংবাদ পড়ুন
All rights reserved © RMGBDNEWS24.COM
Translate »