একটা সকাল, টেলিভিশনের পর্দায় নিউজ প্রেজেন্টার
Thank you for reading this post, don't forget to subscribe!মুখে আনন্দের হাসি নিয়ে বলছে-
আজ পৃথিবীর কোথাও নতুন কেউ
করোনা সংক্রমণের শিকার হয়নি
আজ পৃথিবীতে করোনা সংক্রমন
উপসর্গ নিয়ে একজনও মারা যাননি।
হাসপাতাল গুলোতে সব বেড ফাঁকা পড়ে আছে।
করোনা টেস্টের বুথ গুলোতে নেই রোগীদের ভিড়।
পৃথিবীর সমস্ত স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, শিল্প কারখানা,
অফিস আদালত চলবে পুরোপুরি স্বাভাবিক নিয়মে।
মাস্ক ছাড়া চাইলে সবাই মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারবে।
আজ বাতাসে নেই; লাশের গন্ধ।
এমন একটি সকালের জন্য অপেক্ষা করছে সবাই