1. [email protected] : আরএমজি বিডি নিউজ ডেস্ক :
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১০:৪৫ পূর্বাহ্ন

ইতিহাসে আগস্ট ১২ -বাংলাদেশি কবি, সাহিত্যিক, সঙ্গীতশিল্পী, সুরকার ও গীতিকার মতিউর রহমান মল্লিক এর মৃত্যুদিন

  • সময় বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
  • ৯৪১ বার দেখা হয়েছে

বাংলাদেশি কবি, সাহিত্যিক, সঙ্গীতশিল্পী, সুরকার ও গীতিকার মতিউর রহমান মল্লিক এর মৃত্যুদিন

Thank you for reading this post, don't forget to subscribe!

গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে আজ বছরের ২২৪তম (অধিবর্ষে ২২৫তম) দিন। এক নজরে দেখে নিই ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা, বিশিষ্টজনের জন্ম ও মৃত্যুদিনসহ আরও কিছু তথ্যাবলি।

ঘটনাবলি

১৮৭৭ : টমাস এডিসন গ্রামোফোন উদ্ভাবন করেন।
১৯২৬ : ‘লাঙল’ পত্রিকার নাম পরিবর্তন করে ‘গণবাণী’ রাখা হয়।
১৯৬০ : প্রথম যোগাযোগ উপগ্রহ ইকো-১ মহাশূন্যে উৎক্ষেপণ করা হয়।
১৯৭৮ : জাপান ও চীনের মধ্যে শান্তি ও মৈত্রী চুক্তি সই হয়।

জন্ম

১৮৬৬ : বেনাভেন্তেই মার্তিনেস, নোবেলজয়ী স্পেনীয় কথাশিল্পী।
১৮৭৭ : হরিনাথ দে, বহুভাষাবিদ বাঙালি পণ্ডিত কলকাতার ইম্পেরিয়াল লাইব্রেরির (জাতীয় গ্রন্থাগারের) প্রথম গ্রন্থাগারিক।
১৮৮০ : র্যাডক্লিফ হল, ব্রিটিশ কবি ও ঔপন্যাসিক।
১৮৮৭ : এরভিন শ্রোডিঙার, অস্ট্রীয় পদার্থবিদ।
১৮৯১ : ফ্র্যাডেরিক চালমার্স‌ বোর্ন‌, পূর্ববাংলার প্রথম গভর্নর।
১৯১৯ : ড. বিক্রম আম্বালাল সারাভাই, ভারতের প্রথিতযশা বিজ্ঞানী ও মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর প্রাণপুরুষ ছিলেন।

মৃত্যু

১৮২৭ : ইংরেজ কবি, চিত্রশিল্পী এবং মুদ্রাকর উইলিয়াম ব্লেইক, যাকে রোমান্টিক যুগের অগ্রদূত বলা হয়।
১৮৪৮ : স্টিম ইঞ্জিনের রূপকার ইংরেজ উদ্ভাবক জর্জ স্টিফেনসন
১৯৫৪ : ভারতের স্বাধীনতা সংগ্রামের এক বিপ্লবী ও আনন্দবাজার পত্রিকার অন্যতম প্রতিষ্ঠাতা সুরেশচন্দ্র মজুমদার
১৯৫৫ : জার্মান ঔপন্যাসিক, ছোটগল্প লেখক, প্রাবন্ধিক, সমাজ সমালোচক ও মানব-হিতৈষী টমাস মান
১৯৬০ : ভারতীয় সঙ্গীতশিল্পী, লেখক, অনুবাদক ও ঠাকুরবাড়ীর প্রগতিশীল বিদুষী মহিলা ইন্দিরা দেবী চৌধুরানী।
১৯৮৯ : ব্রিটিশ বংশোদ্ভূত এবং ইংল্যান্ডে জন্মগ্রহণকারী মার্কিন পদার্থবিজ্ঞানী এবং উদ্ভাবক উইলিয়াম ব্র্যাডফোর্ড শকলি
২০০৪ : বাংলাদেশি কবি, ঔপন্যাসিক, ভাষাবিজ্ঞানী, সমালোচক, রাজনীতিক ভাষ্যকার, কিশোরসাহিত্যিক, গবেষক ও অধ্যাপক হুমায়ুন আজাদ
২০০৯ : গিটারবাদক, গীতিকার মার্কিন জ্যাজ লেস পল
২০১০ : বাঙালি কবি ও সাহিত্যিক মতিউর রহমান মল্লিক

দিবস

বিশ্ব হাতি দিবস।
জাতীয় গ্রন্থাগার দিবস,(ভারত)।
আন্তর্জাতিক যুব দিবস।

কবি মতিউর রহমান মল্লিক

মতিউর রহমান মল্লিক ছিলেন বাংলাদেশি কবি, সাহিত্যিক, সঙ্গীতশিল্পী, সুরকার ও গীতিকার। তিনি বাংলাদেশ সাংস্কৃতিক কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। ইসলামী ধারায় অসংখ্য গান ও কবিতা রচনা করেছেন। অনেকেই তাকে ‘সবুজ জমিনের কবি’ ও ‘মানবতার কবি’ বলে থাকেন।

জন্মগ্রহণ করেন ১৯৫৪ সালের ১ মার্চ বাগেরহাট জেলার সদর উপজেলার বারুইপাড়া গ্রামে। মা আয়েশা বেগম। বাবা মুন্সি কায়েম উদ্দিন মল্লিক স্থানীয় জারিগানের দলের জন্যে গান লিখতেন। বারুইপাড়া সিদ্দীকিয়া সিনিয়র মাদ্রাসায় প্রাথমিক শিক্ষা সমাপ্ত করেন। এরপর বাগেরহাট পিসি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং জগন্নাথ কলেজ (বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়) থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর সম্পন্ন করেন।

কর্মজীবনে সাপ্তাহিক ‘সোনার বাংলা’ পত্রিকার সাহিত্য সম্পাদক, ‘বিপরীত উচ্চারণ’ সাহিত্য সংকলনও সম্পাদনা করেছেন, মাসিক ‘কলম’ পত্রিকার সম্পাদক এবং মৃত্যুর আগ পর্যন্ত তিনি বাংলাদেশ সংস্কৃতি কেন্দ্রের নির্বাহী পরিচালক ছিলেন।

মতিউর রহমান মল্লিক বাংলাদেশের ইসলামী গানের একজন বিখ্যাত কণ্ঠশিল্পী। বাবা-মায়ের সান্নিধ্যেই গানের প্রাথমিক জীবন শুরু। রেডিওতে গান শুনে শুনেও গান লিখেছেন। পরবর্তীতে ইসলামী আদর্শে প্রভাবিত হয়ে ইসলামী ধারায় গান লেখা শুরু করেন। প্রচারবিমুখ ছিলেন। কাজ করেছেন মানুষের জন্যে, মানবতার জন্যে, বিশ্বাসের জন্যে। ছোট-বড় সবার জন্যেই লিখে গেছেন। তার লেখা খুব কমই প্রকাশিত হয়েছে। ব্যক্তিগত সফলতার চেয়ে আদর্শিক সফলতার কথাই বেশি ভেবেছেন।

তার লেখা কাব্যগ্রন্থগুলোর মধ্যে রয়েছে- আবর্তিত তৃণলতা, তোমার ভাষার তীক্ষ্ন ছোরা, অনবরত বৃক্ষের গান, চিত্রল প্রজাপতি ইত্যাদি। গানের বইগুলোর মধ্যে রয়েছে সুর-শিহরণ, যত গান গেয়েছি, ঝংকার ইত্যাদি। এছাড়াও নির্বাচিত প্রবন্ধ নামে প্রবন্ধের বই, ছোটদের ছড়া ‘রঙিন মেঘের পালকি’, গীতিকাব্য ‘প্রাণের ভিতরে প্রাণ’ ছাড়াও গানের ক্যাসেটও করেছেন কয়েকটি। অনুবাদক হিসেবেও তিনি বেশ কিছু কাজ করেছেন।

সাহিত্যকর্মে অবদানের জন্যে তিনি বহু পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন। এর মধ্যে বাগেরহাটের সবুজ-মিতালী সংঘ থেকে সাহিত্য পুরস্কার। ঢাকার জাতীয় সাহিত্য পরিষদ থেকে স্বর্ণপদক। ঢাকার কলমসেনা সাহিত্য পুরস্কার সাহিত্য পদক, লক্ষ্মীপুর সাহিত্য সংসদ কর্তৃক সাহিত্য পদক, রাঙামাটি সাহিত্য পরিষদ কর্তৃক সাহিত্য পদক, খানজাহান আলী শিল্পীগোষ্ঠী থেকে সাহিত্য পদক, সাহিত্য সংস্কৃতি পরিষদ থেকে সাহিত্য পদক, বাগেরহাটের সমন্বিত সাংস্কৃতিক সংসদ থেকে সাহিত্য, বাংলা সাহিত্য ও সংস্কৃতি পরিষদ, ফ্রান্স থেকে প্যারিস সাহিত্য পুরস্কার, কিশোর কণ্ঠ সাহিত্য পুরস্কার ইত্যাদি।

মতিউর রহমান মল্লিক দীর্ঘদিন ধরে কিডনি সমস্যায় ভুগছিলেন। ২০১০ সালের ১২ আগস্ট রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

 

সূত্র: সংগৃহীত

শেয়ার করুন

এই শাখার আরো সংবাদ পড়ুন
All rights reserved © RMGBDNEWS24.COM
Translate »