চিত্রনায়িকা মাহিয়া মাহি দ্বিতীয় বিয়ে করেছেন। পাত্র গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকার।
Thank you for reading this post, don't forget to subscribe!বিয়ের আগে থেকেই এ ব্যবসায়ীর সঙ্গে সম্পর্কের গুঞ্জন চলছিল নায়িকার। তবে রাকিবের সঙ্গে স্রেফ বন্ধুত্ব বলে দাবি করলেও রোববার তার সঙ্গেই ঘর বাঁধলেন মাহি।
মাহির বিয়ের খবরে তাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রথম স্বামী সিলেটের ব্যবসায়ী মাহমুদ পারভেজ অপু।
সেই সঙ্গে অপু এও জানিয়েছেন, তিনি আর কোনো মিডিয়ার মেয়েকে বিয়ে করবেন না। মাহিকে বিয়ে করে তিনি যথার্থ মর্যাদা পাননি।
তিনি বলেন, মিডিয়ার মেয়েরা আর অন্য সব মেয়েদের মতো নয়। একটু জটিল। তাই আর কখনো মিডিয়ার মেয়ে বিয়ে করব না। বাবা-মায়ের পছন্দে বিয়ে করব।
অপুর ভাষ্য, মাহির বর্তমান স্বামী রাকিব সরকারকে আগে থেকেই চিনতেন। মাহি নিজেই রাকিবকে তার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন। তার এক ছেলে ও এক মেয়ে আছে। সে আমাদের সঙ্গে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘুরতেও গিয়েছে।