1. [email protected] : আরএমজি বিডি নিউজ ডেস্ক :
বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ১০:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
দীর্ঘজীবনের রহস্য জানুন, দীর্ঘদিন বাঁচুন বিদেশে পড়তে যাওয়ার মোড়কে আত্মপ্রতারিত হওয়ার গোমড় ফাঁস! Tiger 3 BO Prediction: শাহরুখকে টেক্কা, প্রথমদিনই ১০০ কোটি ছোঁবে সলমনের ‘টাইগার ৩’! দিওয়ালিতে মহাধামাকা জয়-পরাজয়ের রহস্য সমস্যার সমাধান করবেন কীভাবে? যে-কোনো কাজ ভালোভাবে করবেন কীভাবে? টাইগার 3 রিলিজের আগে, YRF স্পাই ইউনিভার্স ফিল্ম ফেস্টিভ্যাল আয়োজন করবে এক থা টাইগার, টাইগার জিন্দাহ্যায়, পাঠান এবং ওয়ার বড় পর্দায় ফিরে আসছে! বাংলাদেশের পোশাক শ্রমিকরা মজুরি বৃদ্ধির দাবিতে রাজপথে বিক্ষোভ অব্যাহত রেখেছে *হালাল জীবিকার উপর সন্তুষ্ট থাকা।*  “হুসনুল খুলুক”সুন্দর চরিত্র এবং চরিত্রবান হওয়ার উপায়  

হাদীস গ্রন্থের পুরো নাম ও সংকলকের পরিচিতি তথ্য উৎস

  • সময় বুধবার, ১৯ জানুয়ারি, ২০২২
  • ৭২২ বার দেখা হয়েছে

হাদীসের শেষে রেওয়ায়েতকারী ও হাদীস গ্রন্থের নাম উল্লেখ করা হয়েছে। গ্রন্থগুলোর পুরো নাম ও সংকলকের পরিচিতি :

Thank you for reading this post, don't forget to subscribe!

বোখারী : সহীহ বোখারী যা বোখারী শরীফ নামে খ্যাত। হাদীসের সংখ্যা ৭,৫৬৩। সংকলক ইমাম আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে আল মুগীরা আল বোখারী (৮১০-৮৭০ খ্রিষ্টাব্দ)।

মুফরাদ : আল আদাব আল মুফরাদ। বইটিতে শুদ্ধাচার-সম্পর্কিত ১,৩২২টি হাদীস রয়েছে। সংকলক ইমাম বোখারী।

মুসলিম : সহীহ মুসলিম। হাদীসের সংখ্যা প্রায় সাড়ে সাত হাজার। সংকলক ইমাম আবুল হুসাইন মুসলিম ইবনে আল হাজ্জাজ ইবনে মুসলিম ইবনে ওয়ারাত আল কুশায়রী আল নিশাপুরী (৮২১-৮৭৫)।

মুয়াত্তা : ইসলামিক আইনশাস্ত্রের বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে এই সংকলনটির। হাদীসের সংখ্যা প্রায় ১,৯০০। সংকলক ইমাম মালেক ইবনে আনাস ইবনে মালেক ইবনে আবু আমর আল মাদানী (৭১১-৭৯৫)।

নাসাঈ : সুনান আন-নাসাঈ। হাদীসের সংখ্যা ৫,৭৫৮। সংকলক ইমাম আবু আবদুর রহমান আহমদ ইবনে শোয়াইব ইবনে আলী ইবনে সিনান আন-নাসাঈ (৮২৯-৯১৫)।

আবু দাউদ : সুনান আবু দাউদ। হাদীসের সংখ্যা ৫,২৭৪। সংকলক ইমাম আবু দাউদ সোলায়মান ইবনে আশাস ইবনে ইসহাক আল আজদী আল সিজিস্তানি (৮১৭/১৮-৮৮৯)।

তিরমিজী : জামে আত-তিরমিজী। হাদীসের সংখ্যা প্রায় ৪,৪০০। সংকলক ইমাম আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা ইবনে সাওরা ইবনে মুসা আত-তিরমিজী (৮২৪-৮৯২)।

ইবনে মাজাহ : সুনান ইবনে মাজাহ। হাদীসের সংখ্যা ৪,৩৪১। সংকলক ইমাম আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে ইয়াযিদ ইবনে আবদুল্লাহ আর-রবী। ইবনে মাজাহ (৮২৪-৮৮৭) নামেই তিনি পরিচিত।

দারিমি : সুনান আল দারিমি। হাদীসের সংখ্যা প্রায় সাড়ে তিন হাজার। সংকলক আবু মুহাম্মদ আবদুল্লাহ ইবনে আবদুর রহমান ইবনে ফজল আল দারিমি (৭৯৭-৮৬৯)।

আহমদ : মুসনাদ আহমদ। হাদীসের সংখ্যা ২৮,১৯৯। সংকলক ইমাম আবু আবদুল্লাহ আহমদ ইবনে মুহাম্মদ ইবনে হাম্বল আশ শায়বানী (মৃত্যু ৮৫৫)।

ইবনে খুজায়মা : সহীহ ইবনে খুজায়মা। হাদীসের সংখ্যা প্রায় তিন হাজার। সংকলনটি প্রস্তুত করেন ইমাম আবু বকর মুহাম্মদ ইবনে ইসহাক ইবনে খুজায়মা (৮৩৭-৯২৩)।

তাবারানী : আল মুজাম আল কবির, আল মুজাম আল আওসাত ও আল মুজাম আস-সগীর—এই তিনটি হাদীস গ্রন্থের সংকলক ইমাম আবুল কাসিম সোলায়মান ইবনে আহমদ ইবনে আইয়ুব ইবনে মুতাইয়ির আল লাখমি আশ-শামি আত-তাবারানী আল হাম্বলী (৮৭৪-৯৭১)। তিনটি হাদীস গ্রন্থে মোট হাদীসের সংখ্যা ২৬,৭০০।

ইবনে হিব্বান : সহীহ ইবনে হিব্বান। হাদীসের সংখ্যা প্রায় সাড়ে সাত হাজার। সংকলক ইমাম মুহাম্মদ ইবনে হিব্বান আল বুসতি (৮৮৪-৯৬৫)।

বাজ্জার : মুসনাদ আল বাজ্জার। হাদীসের সংখ্যা ৩২৭। সংকলক হাফেজ আবু বকর আহমেদ আল বাজ্জার (মৃত্যু ৯০৪)।

আত-তাবাকাত-উল কুবরা : নবীজী (স), সাহাবা ও তাবেঈনদের জীবনচরিত বর্ণিত হয়েছে এই গ্রন্থে। রচয়িতা আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে সাদ (৭৮৪-৮৪৫)।

দারাকুতনি : সুনান আল দারাকুতনি। হাদীসের সংখ্যা ৪,৮৩৬। সংকলক ইমাম আবু হাসান আলী ইবনে ওমর ইবনে আহমদ ইবনে মাহদী আল দারাকুতনি (৯১৮-৯৯৫)।

আবু ইয়ালা : মুসনাদ আবু ইয়ালা। হাদীসের সংখ্যা ৭,৫৫৫। সংকলক ইমাম আবু ইয়ালা আল মসুলি (৮২৫-৯১৯)।

বায়হাকি : সুনান আল কুবরা লিল বায়হাকি ও শুআবুল ঈমান। মোট হাদীস সংখ্যা প্রায় ৩৩ হাজার। গ্রন্থ দুটির সংকলক ইমাম আবু বকর আহমদ ইবনে হুসাইন আল বায়হাকি (৯৯৪-১০৬৬)।

হাকেম : মুস্তাদরাক আল হাকেম। হাদীসের সংখ্যা ৯,০৪৫। সংকলক আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ হাকেম আল নিশাপুরী (৯৩৩-১০১৪)।

নববী : আল আরবাঈন আল নববীয়াহ বা নববীর ৪০ হাদীস। সংকলক ইমাম আবু জাকারিয়া ইয়াহিয়া ইবনে শরফ আন-নববী (১২৩৪-১২৭৭)।

রিয়াদুস সালেহীন : সিহাহ সিত্তাহ থেকে নির্বাচিত ১,৮৯৬টি হাদীসের এই সংকলনটি প্রস্তুত করেন ইমাম নববী (১২৩৪-১২৭৭)।

আত তারগিব : আত তারগিব ওয়াত তারহিব। হাদীস সংখ্যা প্রায় এক হাজার। সংকলক হাফেজ জাকিউদ্দীন আবদুল আজিম আল মুনজারি (মৃত্যু ১২৫৮)।

মেশকাত : মেশকাত আল মাসাবিহ। হাদীসের সংখ্যা প্রায় ছয় হাজার। সংকলক ইমাম মুহাম্মদ ইবনে আবদুল্লাহ খতিব আল তাবরিযি (মৃত্যু ১৩৪০)।

আশকালানী : বুলুগ আল মারাম মিন আদিল্লাত আল আহকাম। হাদীসের সংখ্যা ১,৩৫৮। সংকলক ইমাম শিহাব আল দীন আবুল ফজল আহমদ ইবনে নূর আল দীন ইবনে হাজার আল আশকালানী (১৩৭২-১৪৪৯)।

আল সুয়ুতি : আল জামে উস-সগীর। হাদীস সংখ্যা ১০,০৩১। সংকলক জালালউদ্দিন আল সুয়ুতি (১৪৪৫-১৫০৫)।

এহিয়া : এহিয়া উলমুদ্দিন। চার ভাগে বিভক্ত ও ৪০টি অধ্যায়ে বিন্যস্ত। ইমাম আবু হামিদ মুহাম্মদ ইবনে মুহাম্মদ আত-তুসী গাজ্জালীর (১০৫৮-১১১১) শ্রেষ্ঠ রচনা।

শেয়ার করুন

এই শাখার আরো সংবাদ পড়ুন
All rights reserved © RMGBDNEWS24.COM
Translate »