1. [email protected] : আরএমজি বিডি নিউজ ডেস্ক :
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৯:৪১ অপরাহ্ন

মসজিদে যে সময় বন্ধ থাকবে এসি: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী

  • সময় সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ৩৯৫ বার দেখা হয়েছে

বিদ্যুৎ সমস্যা সমাধানের জন্য নামাজের সময় ছাড়া প্রতিটি মসজিদের এসি বন্ধ রাখার অনুরোধ জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

Thank you for reading this post, don't forget to subscribe!

সোমবার (১৮ জুলাই) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অনুরোধ জানান।

প্রতিমন্ত্রী বলেন, ‘শুধু নামাজের সময় এসি চালানো যাবে। মসজিদে সবসময়ের জন্য এসি বন্ধ রাখতে বলা হয়নি। উপাসনালয়গুলোতে বিপুলসংখ্যক এসি ব্যবহার করছি আমরা, এক্ষেত্রে কিছুটা সাশ্রয়ী হওয়া দরকার। আপনারা কেবলমাত্র নামাজের সময় এসি ব্যবহার করবেন আর বাকি সময় এসি বন্ধ রাখবেন।

এ সময় নসরুল হামিদ বলেন, ‘অনেক জায়গায় দেখেছি, নামাজের সময় বাদেও এসি চালানো হয়। এজন্য আমি অনুরোধ করবো, একটি নির্দিষ্ট সময়ে এসি চালানোর জন্য। পরবর্তী সময়ে যতটুকু সম্ভব বিদ্যুত সাশ্রয় করুন, এটিই আমার অনুরোধ।

এছাড়া দোকানপাট ও মার্কেট রাত ৮টার পর বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। সরকারি-বেসরকারি অফিসের সভাগুলোও অনলাইনে পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গাড়িতে তেলের ব্যবহার কমাতে হবে। ডিজেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো বন্ধ রাখা হবে। পেট্রোল পাম্পগুলো সপ্তাহে একদিন বন্ধ রাখা হবে এবং বিদ্যুতের ব্যবহার কমাতে হবে।

এ ছাড়া সরকারি-বেসরকারি অফিসের সময় এক থেকে দুই ঘণ্টা কমিয়ে আনার চিন্তাও করা হচ্ছে। তবে এখনও চূড়ান্ত হয়নি।

 

শেয়ার করুন

এই শাখার আরো সংবাদ পড়ুন
All rights reserved © RMGBDNEWS24.COM
Translate »