1. [email protected] : আরএমজি বিডি নিউজ ডেস্ক :
শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪, ০২:৪০ অপরাহ্ন

রাশিয়ায় দক্ষিণাঞ্চলীয় শহর ইয়স্কে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহত ৬

  • সময় মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ৩০৪ বার দেখা হয়েছে
রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর ইয়স্কের একটি আবাসিক ভবনে সুপারসনিক যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় ভবনটিতে আগুন ধরে ছয়জন নিহত হয়েছেন। এছাড়া শিশুসহ আহত হয়েছেন প্রায় ১৯ জন। সোমবার নয়তলা ভবনটিতে আগুন লাগার এ ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
রাশিয়ার জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ইউক্রেন সীমান্তবর্তী এলাকায় ওই দুর্ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অন্তত ১৯ জন। এ ছাড়া ছয়জন নিখোঁজ থাকার তথ্য জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিধ্বস্ত যুদ্ধবিমানটি সুখোই এসইউ-৩৪ মডেলের। তবে বিধ্বস্ত হওয়ার আগে এর যুদ্ধবিমানটির পাইলটরা নেমে যেতে সক্ষম হন। উড্ডয়নের পর বিমানটির একটি ইঞ্জিনে আগুন ধরে যাওয়াকে বিধ্বস্তের কারণ হিসেবে জানানো হয়েছে।
রাশিয়ার জরুরি পরিসেবার বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি জানিয়েছে, বিমানটি বিধ্বস্ত হয়ে ভবনে পড়ার পর এর পাঁচটি ফ্লোরে আগুন ধরে যায়। এর মধ্যে ওপরের কয়েকটি ফ্লোর ধসে পড়ে এবং এর আশপাশের আরও অন্তত ৫৪টি ভবন ক্ষতিগ্রস্ত হয়। বহুতল ভবনটিতে প্রায় ৬০০ মানুষের বসবাস ছিল। ওসকানা নামে ভবনটির এক বাসিন্দা একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে বলেন, এখানে বিস্ফোরণের মতো ঘটনা ঘটেছে। এর পর ভেতরে সব জ্বলছিল ও ধোঁয়া বের হচ্ছিল।

শেয়ার করুন

এই শাখার আরো সংবাদ পড়ুন
All rights reserved © RMGBDNEWS24.COM
Translate »