তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। এখন হাতছানি ভারতকে হোয়াইটওয়াশ করার সুযোগ। চট্টগ্রামে সেই লক্ষ্যে টসে জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাস।
Thank you for reading this post, don't forget to subscribe!আজ বাংলাদেশের একাদশে এসেছে দুটি পরিবর্তন।
বিজ্ঞাপন
ইনজুরির কারণে প্রথম দুই ম্যাচে খেলতে না পারা পেসার তাসকিন আহমেদ আছেন আজকের একাদশে। নাজমুল হোসেন শান্তর জায়গায় দলে ঢুকেছেন ইয়াসির আলী রাব্বি।
বাংলাদেশ একাদশ : লিটন দাস (অধিনায়ক), এনামুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদউল্লাহ, ইয়াসির আলী, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও ইবাদত হোসেন।