1. [email protected] : আরএমজি বিডি নিউজ ডেস্ক :
  2. [email protected] : Azmul : Azmul Aziz
  3. [email protected] : musa :
বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৯:৩৯ অপরাহ্ন

অনুষ্ঠিত হয়ে গেল ৯২ বন্ধু আলফাডাঙ্গার গেট টুগেদার ২০২৩

  • সময় রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ৬৭৩ বার দেখা হয়েছে

৯২ বন্ধু আলফাডাঙ্গার  আয়োজনে ‘গেট টুগেদার  ২০২৩’ গত শনিবার  (০৪ মার্চ   ২০২৩) ঢাকার  আমিন বাজারাস্থ  কল্লোল রিসোর্ট এ অনুষ্ঠিত হয়েছে। আনন্দঘন এই আয়োজনে সংগঠনটির নিবন্ধিত সদস্যসহ অনেকেই স্বপরিবারে অংশগ্রহণ করেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

সারাদিন ব্যাপী উৎসবমূখর নানা আয়োজনের মধ্যে ছিলো বন্ধুদের ফুল দিয়ে বরন করে নেয়া  সকালের নাস্তা, দুপুরের খাবার, ৯২ বন্ধু আলফাডাঙ্গা লোগো সম্মলিত টি শার্ট,  পিওর গোল্ড এর সৌজন্য মগ , খেলাধুলা, আলোচনা সভা, লটারী, উপহার বিতরণ ও মন মাতানো সাংস্কৃতিক অনুষ্ঠান।

কোরআন তেলোয়াত মৃত বন্ধুদের রুহের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত এর মাধ্যমে ২য় পর্বের প্রোগ্রাম শুরু  হয় । আলোচনা সভায় বক্তব্য রাখেন  খান মোহাম্মাদ গালিব , বাবুল আক্তার , তৌহিদুর রহমান মুক্ত , আকরাম হোসেন তালুকদার সহ অনেকে । অনুষ্ঠান পরিচালনা করেন  এনামুল হক বিলু , দোয়া ও মোনাজাত পরিচালানা করেন বেদনশাহ হজ্জ কাফেলার চেয়ারম্যান ও  আর এম জি বিডি নিউজ ২৪ এর সম্পাদক  কবির আহমেদ লিনজু  ।

উপস্থিত অতিথিদেরকে সংগঠনের পক্ষ থেকে একটা করে মগ উপহার দেয়া  হয়।

বক্তারা  এই আয়োজনের প্রশংসা করেন এবং আগামী দিনের চলার পথেও ৯২ বন্ধু আলফাডাঙ্গার পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

 

 এছাড়াও অনুষ্ঠানটি সফলতার নেপথ্যে  সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ ভূমিকা রেখেছেন শরিফুজ্জামান চাকলাদার , কবির আহমেদ লিনজু , রবিউল ইসলাম , নাজিম উদ্দিন আকাশ , রাজু আহমেদ , মাসুদ , নাসির উদ্দিন , নাজমুল হক শাহিন , মোহাম্মাদ মানজুর আলম সহ বেশ কয়েকজন ৯২ বন্ধু আলফাডাঙ্গার  নিবেদিত প্রান।

 

এরপর, শারিকুল হাসান নয়ন  গান গেয়ে উপস্থিত সকলকে বিমোহিত করেন। ছোট বাবুদের  নৃত্য পরিবেশনায় নেচে-গেয়ে, হাসি-আনন্দে ৯২ বন্ধু আলফাডাঙ্গা পরিনত হয় দারুন এক মিলনমেলায়।

লটারী আয়োজন ছিলো এই গেট টুকেদারের বিশেষ আকর্ষণ। প্রথম ২৫ জন বিজয়ীদের মধ্যে তুলে দেয়া আকর্ষণীয় পুরষ্কার।

পরিশেষে,   ৯২ বন্ধু আলফাডাঙ্গা  আসন্ন প্রতিপাদ্য Change & Challenge কে সামনে রেখে সবাই হাতে হাত রেখে এগিয়ে যাওয়ার স্বপ্ন নিয়ে ৯২ বন্ধু আলফাডাঙ্গা ।

সবার সার্বিক কল্যান কামনা করে  গেট টুকেদার ২০২৩  আয়োজনের সমাপ্তী ঘোষনা করেন  কবির আহমেদ লিনজু  ।

শেয়ার করুন

এই শাখার আরো সংবাদ পড়ুন
All rights reserved © RMGBDNEWS24.COM
Translate »