1. [email protected] : আরএমজি বিডি নিউজ ডেস্ক :
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৮:১০ অপরাহ্ন

ধর্ষকেরা কুৎসিত, ঘৃণ্য মানসিকতার: মাশরাফি

  • সময় বুধবার, ৭ অক্টোবর, ২০২০
  • ৪০৬ বার দেখা হয়েছে

ধর্ষণের বিরুদ্ধে ফুঁসে উঠেছে গোটা দেশ। নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে নিপীড়নের ঘটনা কিংবা সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে নারীকে আটকে রেখে গণধর্ষণ—সবার সহ্যের বাঁধ যেন ভেঙে গেছে। সাধারণ নাগরিকদের ঘৃণার এ অনুভূতি ছুঁয়ে যাচ্ছে তারকাদেরও। গতকাল সাকিব আল হাসান ফেসবুকে নারী প্রতি সহিংসতার বিরুদ্ধে রীতিমতো লড়াইয়ের ডাক দিয়েছেন। মুশফিকুর রহিম এ ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে গোটা বাংলাদেশকে জেগে ওঠার আহ্বান জানিয়েছেন। আজ ফেসবুকে সোচ্চার হলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তিনি মনে করেন নারীকে নিপীড়নকারী, ধর্ষণকারী যে-ই হোন না কেন, সে চেহারায় না হলেও মানসিকতায় ভীষণ কুৎসিত।

Thank you for reading this post, don't forget to subscribe!

মাশরাফি তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রশ্ন রেখেছেন, অন্য নারীকে নিজের মেয়ে, বোন বা স্ত্রীর মতো করেই অন্য নারীকে দেখার দৃষ্টিটা মানুষের কেন থাকবে না, ‘আপনার মেয়ে যখন আপনার কোলে বসে থাকে, তখন আপনার সেই অনুভূতি হয় না। যখন আপনার বোন আপনার পাশের রুমে থাকে, তখনো সেই অনুভূতি আসে না। আপনার স্ত্রীকে নিয়ে যখন আপনি ঘুরতে বের হন, তখন কেউ তাঁর দিকে বাঁকাভাবে তাকালে আপনার খারাপ লাগে। কিন্তু অন্যকে দেখার ক্ষেত্রে কি আমার, আপনার অনুভূতি একই রকম আছে?’

অনুভূতি যদি ভিন্ন হয়, তবে সেটা কারও মানসিকতার সমস্যা বলেই মনে করেন মাশরাফি, ‘অনুভূতিটা এক না হলে বুঝে নিতে হবে সমস্যা অনেকের মগজেই। হয়তো পরিবেশ-পরিস্থিতির কারণে সবারটা প্রকাশ পায় না। আসুন নিজের মানসিকতা পরিবর্তন করি। নারীকে মাথা উঁচু করে বাঁচতে দিই।’

শেয়ার করুন

এই শাখার আরো সংবাদ পড়ুন
All rights reserved © RMGBDNEWS24.COM
Translate »