বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) পাঁচ অনুষদের পাঁচজন শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক। অনুষদের সর্বোচ্চ ফলাফলের ভিত্তিতে এই পদক পাচ্ছেন তারা। সোমবার (১ মে) ইউজিসির রিসার্চ সাপোর্ট অ্যান্ড পাবলিকেশন ডিভিশনের পরিচালক ড. মোঃ ফখরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির সূত্রে বিষয়টি জানা যায়।
Thank you for reading this post, don't forget to subscribe!বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে স্বর্ণপদকের জন্য মনোনীত শিক্ষার্থীরা হলেন, কলা মানবিক অনুষদের ইংরেজি বিভাগের শিক্ষার্থী শামোলিমা শহীদ খান (৩.৬৭), সামাজিক বিজ্ঞান অনুষদের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রনি গোপাল দাস ( ৩.৮৬), বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের কম্পিউটার এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী চন্দ্রিকা সাহা (৩.৯৫), জীব বিজ্ঞান অনুষদের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোঃ আল ইমরান (৩.৯৮), আইন অনুষদের আইন বিভাগের শিক্ষার্থী তাহমিনা আক্তার মুন(৩.৮৬)
উল্লেখ্য, উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের মেধাবিকাশে উৎসাহিত করতে ২০০৫ সাল থেকে প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রদান করে আসছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এবার ৩৬টি বিশ্ববিদ্যালয়ের মোট ১৭৮জন শিক্ষার্থী স্বর্ণপদক পাচ্ছেন।