1. [email protected] : আরএমজি বিডি নিউজ ডেস্ক :
  2. [email protected] : Azmul : Azmul Aziz
  3. [email protected] : musa :
বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ১০:১৪ অপরাহ্ন

বাবুগঞ্জে কবরে শুয়ে শাশুড়ির দাফনে বাধা পুত্রবধূর

  • সময় বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ১৬৮ বার দেখা হয়েছে
বরিশালের বাবুগঞ্জে শাশুড়ির মরদেহ দাফনে বাধা দিয়েছে পুত্রবধূ। প্রথমে মৌখিকভাবে বাধা দিলেও পরে শাশুড়ির মরদেহ দাফনের জন্য খোঁড়া কবরের ভিতরে শুয়ে পড়েন তিনি। উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত জমি বুঝে না পাওয়ায় পুত্রবধূ এমন কাণ্ড ঘটিয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। খবর পেয়ে কবরে শুয়ে পড়া পুত্রবধূকে পুলিশ হেফাজতে নিয়ে মৃত শাশুড়ির মরদেহ দাফন করা হয়।
সোমবার (১৭ জুলাই) উপজেলার লোহালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে বেশ আলোচনা-সমালোচনা চলছে।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আনুমানিক ৪৫ বছর বয়সী এক নারী কবরে নেমে শুয়ে পড়ছেন। গ্রামবাসী নারীকে কবর থেকে ওঠানোর চেষ্টা করছে। কবরের আশপাশে গ্রামবাসীদের সঙ্গে পুলিশ সদস্যরাও রয়েছেন। সেখানে জড়ো হওয়া গ্রামবাসীরা বলছে, আপন শাশুড়ি। এমন কাজ কি কেউ করে? তখন একজন তাকে বলছে, আপনি কাগজে না পাইলে কি করবেন। আপনি কি কবরে শুয়ে জায়গা (জমি) নেবেন। আপনি না পেলে কেমনে নেবেন। একপর্যায়ে কবরে শুয়ে পড়া নারীকে ক্ষোভে চাপা দেওয়ার কথা বলেছেন কেউ কেউ।
জানা গেছে, লোহালিয়া গ্রামের মৃত মোবারক আলী খানের স্ত্রী আনোয়ারা বেগম (৮০) সোমবার মৃত্যুবরণ করেন। তার পাঁচ কন্যা ও একমাত্র ছেলে আব্দুর রহিম। রহিম সৌদি প্রবাসী। আব্দুর রহিমের স্ত্রী শাহনাজ বেগমের (৪৫) সঙ্গে তার পাঁচ ননদের জমি ভাগাভাগি নিয়ে বিরোধ চলে আসছিল। মৃত্যুর আগে শাশুড়িকে সেই বিরোধ সমাধান করে যেতে বলেছিলেন। সমাধানের আগেই মারা যান আনোয়ারা বেগম। তবে আনোয়ারা বেগমকে যে স্থানে তাকে দাফন করা হবে তা ওসিয়ত করে যান।
সোমবার ওসিয়ত অনুসারে আনোয়ারা বেগমকে দাফনের জন্য কবর খোঁড়া হলে সেই জমি নিজের দাবি করে কবরে শুয়ে পড়েন তার পুত্রবধূ শাহনাজ। পরে তাকে পুলিশ হেফজেতে নিয়ে দাফন শেষ করা হয়।
বাবুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুষার কান্তি মন্ডল জানান, দাফনে বাধা দেওয়ার ঘটনায় এক নারীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরে মুচলেকা নিয়ে তার ভাইয়ের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এই শাখার আরো সংবাদ পড়ুন
All rights reserved © RMGBDNEWS24.COM
Translate »