ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় অনন্ত চার সিরিয়ান সেনা নিহত হয়েছে। আহত হয়েছে আরও চারজন। দেশটির রাজধানী দামেস্কে সোমবার ভোরে এ হামলা করা হয়। একটি সামরিক সূত্রের বরাত দিয়ে সানা এ তথ্য জানায়। খবর আল-জাজিরার।
প্রতিবেদনে বলা হয়, ‘রোববার দিবাগত রাত ২ টা ২০ মিনিটে ইসরায়েলি বাহিনী দখলকৃত সিরিয়ার গোলানের দিক থেকে দামেস্কের আশেপাশের এলাকাগুলোকে লক্ষ্য করে একটি বিমান হামলা চালায়।’ এতে আরও বলা হয়, হামলায় চার সেনা নিহত এবং চারজন আহত হয়েছে।
প্রতিবেদনে কিছু বস্তুগত ক্ষয়ক্ষতিরও রিপোর্ট করেছে এবং বলেছে যে সিরিয়ার বিমান প্রতিরক্ষা ইসরায়েলের কিছু ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করেছে। ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। ইসরায়েল কয়েক বছর ধরে সিরিয়ায় বিরুদ্ধে হামলা চালিয়ে আসছে। ২০১১ সালে শুরু হওয়া গৃহযুদ্ধে প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সমর্থন করা শুরু করার পর থেকে সিরিয়ায় ইরানের প্রভাব বেড়েছে।