মজুরি বৃদ্ধির দাবিতে ঢাকার মিরপুরের প্রধান সড়কগুলো দখল করে রেখেছেন গার্মেন্টস শ্রমিকরা।
বুধবার সকালে হাজার হাজার শ্রমিক লাঠিসোঁটা নিয়ে মিরপুর-১০ গোলচত্বরের দিকে মিছিল করে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিক্ষোভকারীরা রোকেয়া সরণি হয়ে মিরপুর-২, মিরপুর-১২, মিরপুর-১৪ ও আগারগাঁওয়ের দিকে ছুটে যায়।
কিছু প্রত্যক্ষদর্শী বলেছেন যে প্রতিবাদকারীরা আক্রমনাত্মকভাবে কাঠের লাঠি এবং জিআই পাইপগুলির সাথে কাছাকাছি গলিতে যাত্রীদের মুখোমুখি হয়েছিল, আতঙ্কের সৃষ্টি করেছিল এবং ছোট দোকানগুলি বন্ধ করার অনুরোধ করেছিল।
বিক্ষুব্ধ শ্রমিকরা গণমাধ্যমকর্মীদের বিক্ষোভ কভার করতে দেয়নি। যারা ছবি তোলার চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে তারা অভিযোগ করেছে।
সকাল ১০টার দিকে মিরপুর-১০ গোলচত্বরে একদল পুলিশ কর্মকর্তাকে অসহায় অবস্থায় বসে থাকতে দেখা যায়।
এদিকে শ্রমিকদের বিক্ষোভে মিরপুরে যান চলাচল বন্ধ হয়ে যায়। যদিও কিছু গণপরিবহন সকালের দিকে রাস্তায় নামে, তারা পরে তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য মিরপুর-১০ গোলচত্বর বাইপাস করে।
কাজীপাড়ায় বিহঙ্গ পরিবহনের এক বাসের কর্মচারী জানান, ওই এলাকায় গাড়ি রাখার জায়গা নেই। তিনি বলেন, “বিক্ষোভকারীরা আমার বাস প্রায় ভাংচুর করে।