1. [email protected] : আরএমজি বিডি নিউজ ডেস্ক :
রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৩:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
দীর্ঘজীবনের রহস্য জানুন, দীর্ঘদিন বাঁচুন বিদেশে পড়তে যাওয়ার মোড়কে আত্মপ্রতারিত হওয়ার গোমড় ফাঁস! Tiger 3 BO Prediction: শাহরুখকে টেক্কা, প্রথমদিনই ১০০ কোটি ছোঁবে সলমনের ‘টাইগার ৩’! দিওয়ালিতে মহাধামাকা জয়-পরাজয়ের রহস্য সমস্যার সমাধান করবেন কীভাবে? যে-কোনো কাজ ভালোভাবে করবেন কীভাবে? টাইগার 3 রিলিজের আগে, YRF স্পাই ইউনিভার্স ফিল্ম ফেস্টিভ্যাল আয়োজন করবে এক থা টাইগার, টাইগার জিন্দাহ্যায়, পাঠান এবং ওয়ার বড় পর্দায় ফিরে আসছে! বাংলাদেশের পোশাক শ্রমিকরা মজুরি বৃদ্ধির দাবিতে রাজপথে বিক্ষোভ অব্যাহত রেখেছে *হালাল জীবিকার উপর সন্তুষ্ট থাকা।*  “হুসনুল খুলুক”সুন্দর চরিত্র এবং চরিত্রবান হওয়ার উপায়  

Tiger 3 BO Prediction: শাহরুখকে টেক্কা, প্রথমদিনই ১০০ কোটি ছোঁবে সলমনের ‘টাইগার ৩’! দিওয়ালিতে মহাধামাকা

  • সময় সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ৫৩ বার দেখা হয়েছে

Tiger 3 BO Prediction: শাহরুখের ‘ জওয়ান’ এবং ‘পাঠান’, মুক্তির প্রথমদিনেই বিশ্ব বক্স অফিসে ১০০ কোটির ম্যাজিক ফিগার ছুঁতে সক্ষম হয়েছিল। সলমনও হাঁটছেন সেই পথেই, দাবি বিশেষজ্ঞদের।
হিন্দি ছবির ইতিহাসের সবচেয়ে বড় হিট ছবি দঙ্গল। দু-নম্বর এবং তিন নম্বরে রয়েছে শাহরুখের ‘জওয়ান’ এবং ‘পাঠান’। খানদানের লড়াইয়ে বেশ খানিকটা পিছিয়ে পড়েছেন সালমাTiger 3ন। ভাইজানের কেরিয়ারের সবচেয়ে বড় হিট ‘বজরঙ্গি ভাইজান’-এর আয় ৯১০ কোটির আশেপাশে। আপাতত ১০০০ কোটির গণ্ডিই পাখির চোখ সল্লু মিঁয়ার। এই লক্ষ্যপূরণে তাঁর তুরুপের তাস হতে চলেছে ‘টাইগার ৩’।
৬ বছর পর অবিনাশ রাঠোর ওরফে ভারতীয় গুপ্তচর টাইগারের চরিত্রে ফিরছেন সলমন। দিওয়ালিতে মহাধামাকার অপেক্ষায় ভক্তরা। টাইগার ফ্রাঞ্চাইসির তিন নম্বর ছবি এটি। বক্স অফিস বিশেষজ্ঞদের মতে, প্রথম দিন দেশের বক্স অফিসে কমপক্ষে ৫০ কোটি টাকা পকেটে পুরবে টাইগার ৩। একে দিওয়ালি, তারপর রবিবার এর জেরেই ছবির প্রথম দিনের বক্স অফিস নম্বর একলাফে বাড়তে পারে বলে মত ট্রেড এক্সপার্টদের।
বিশেষজ্ঞ অতুল মোহন জানান, ‘টাইগার চরিত্রটা আইকনিক। সালমান ইতিমধ্যেই দর্শকদের মধ্যে ছাপ সৃষ্টি করেছেন। তাঁর কেরিয়ারের সফল ছবির অন্যতম টাইগার জিন্দা হ্যায়। পাঠান ছবিতে তাঁর ক্যামিওই সাড়া ফেলে দিয়েছিল। প্রাথমিক ট্রেন্ড থেকে মনে হচ্ছে বক্স অফিসে দিওয়ালিতে টাইগারের গর্জন শোনা যাবে’।
পাঠান ও জওয়ানের পথে হেঁটেই টাইগার ৩-র প্রচার থেকে নিজেদের গুটিয়ে রেখেছেন সালমান-ক্যাটরিনা। কেবল সোশ্যাল মিডিয়া পোস্টেই ৬ দিন পর মুক্তি পেতে চলা ছবির প্রচার চালিয়ে ছিলেন। শাহরুখ অবশ্য টুইটার (বর্তমানে এক্স) হ্যান্ডেলে ফ্যানেদের চাঙ্গা রাখার চেষ্টা করে গিয়েছিলেন সর্বক্ষণ, তেমন কিছু এখনও করতে দেখা যায়নি সালমানকে।

Thank you for reading this post, don't forget to subscribe!

ট্রেড অ্যানালিস্ট গিরিশ ওয়াংখেড়ে জানান, ‘ছবির অ্যাডভান্স বুকিং বলছে বক্স অফিসে সুনামি আসবে। কমপক্ষে প্রথম দিন দেশের বক্স অফিসে ৪৫ কোটির ব্যবসা দেবে এই ছবি। যা আজ পর্যন্ত বলিউডের দিওয়ালি রিলিজের সব রেকর্ড ভেঙে দেবে। যা মনে হচ্ছে, তাতে স্পষ্ট ভাইজানের খারাপ সময় শেষ। কিসি কা ভাই, কিসি কি জান এবং রাধের ব্যর্থতা মুছে ফেলতে সক্ষম হবে টাইগার ৩।’
অন্যদিকে গিরিশ জোহরের দাবি, ‘আমি আশা করছি বিশ্ব বক্স অফিসে প্রথম দিন ছবির গ্রস কালেকশন ১০০ কোটি ছাড়াবে। শনিবারই বিশ্ব বক্স অফিসের দরজা খুলে যাবে, রবিবার ভারতে ধামাকা হবে। সন্ধ্যায় অনুষ্ঠানের জন্য হয়ত নম্বর খানিকটা কমতে পারে। তবে সোমবার থেকে ফের দর্শক হল ভরাবেন। মনে হচ্ছে সালমান-ম্যানিয়া শুরু হল বলে’।
‘ জওয়ান’ এবং ‘পাঠান’, শাহরুখের ১০০০ কোটির দুই ছবিই মুক্তির প্রথমদিন বিশ্ব বক্স অফিসে ১০০ কোটির ম্যাজিক ফিগার ছুঁতে সক্ষম হয়েছিল। সালমানও সেই সাফল্য ছুঁতে পারবেন? তা জানতে অপেক্ষা মাত্র আগামি সোমবারের। তবে এক ছবিতে সালমান-শাহরুখ এবং হৃতিককে দেখতে দর্শক হল ভরাবেন তা স্পষ্ট। সালমান-ক্যাটরিনার রসায়ন, ইমরান হাশমির উপস্থিতি এই ছবির উপরি পাওনা।

শেয়ার করুন

এই শাখার আরো সংবাদ পড়ুন
All rights reserved © RMGBDNEWS24.COM
Translate »