1. [email protected] : আরএমজি বিডি নিউজ ডেস্ক :
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৯:১৮ অপরাহ্ন

ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ: কালো হয়ে গেল ফেসবুকের লাখ লাখ প্রোফাইল ছবি

  • সময় বুধবার, ৭ অক্টোবর, ২০২০
  • ১০০৭ বার দেখা হয়েছে

যৌন নিপীড়ন, হয়রানি ও নির্যাতনের বিরুদ্ধে রাস্তায় প্রতিবাদের পাশাপাশি ইন্টারনেট ব্যবহারকারীরা বিশেষ করে নারীরা ডিজিটাল মাধ্যমেও বিক্ষোভ শুরু করেছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

প্রতিবাদের অংশ হিসেবে লাখ লাখ ফেসবুক ব্যবহারকারী নারী তাদের প্রোফাইল ছবি কালো করে দিয়েছে এবং নারীর বিরুদ্ধে সহিংসতার ঘটনার নিন্দা জানিয়ে ফেসবুকে অনুরূপ কালো ছবি পোস্ট করেছে।

পুরুষ ফেসবুক ব্যবহারকারীও এ প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিয়েছে।

দেশে ফেসবুক ম্যাসেঞ্জারে ভাইরাল হওয়া এক বার্তায় বলা হয়, ‘নারী ছাড়া বিশ্ব কেমন হতে পারে তা দেখানোর জন্য এ আন্দোলন। আপনার প্রোফাইলের ছবিটি কালো করে দিন, যাতে পুরুষরা ভাবে নারীরা কোথায়? এটি শুধু নারীদের কাছে পাঠান। এটা নারীর প্রতি সহিংতার বিরুদ্ধে প্রতিবাদ।’

সংহতি প্রকাশের লক্ষ্যে এ আন্দোলনটি নারীদের একত্রিত করার ইচ্ছে থেকে শুরু করা করেছে। ফেসবুকে নারীরা অন্য নারীদের প্রতিবাদে যোগ দিতে উৎসাহ দেওয়ার জন্য মেসেজ পাঠিয়ে আসছে।

সম্প্রতি নোয়াখালীর বেগমগঞ্জ ও সিলেটের এমসি কলেজে গৃহবধূর শ্লীলতাহানি এবং সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা বিক্ষোভকে তীব্র করে তুলেছে।

শেয়ার করুন

এই শাখার আরো সংবাদ পড়ুন
All rights reserved © RMGBDNEWS24.COM
Translate »