1. [email protected] : আরএমজি বিডি নিউজ ডেস্ক :
মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০২:২৪ অপরাহ্ন

আইপিএল এর ১৩ তম শিরোপা ঘরে তুললো মুম্বাই ইন্ডিয়ান্স

  • সময় মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০
  • ৯৩৯ বার দেখা হয়েছে

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনাল মানেই মুম্বাই ইন্ডিয়ান্সের আধিপত্য। সেটা আরেকবার প্রমাণ করল তারা। গতকাল মঙ্গলবার ১৩তম আসরের ফাইনালে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে নিজেদের পঞ্চম শিরোপা ঘরে তুললো রোহিত শর্মার দল। এমন আনন্দের দিনে দর্শকদের মিস করেছেন মুম্বাই অধিনায়ক। ওয়াংখেড়ে স্টেডিয়ামে দর্শকভরা মঞ্চ না পাওয়ায় খারাপ লেগেছে চ্যাম্পিয়ন অধিনায়কের।
করোনাভাইরাস বদলে দিয়েছে সবকিছু। এখন আর আগের মতো মাঠভরা দর্শক দেখা যায় না। করোনার প্রকোপ এড়াতে শূন্যমাঠে লড়াই করেন খেলোয়াড়রা। নিয়ম অনুযায়ী, আইপিএলেও কোনো দর্শক প্রবেশের অনুমতি পাননি। তাই খালি গ্যালারির সামনে মুকুট পরতে হলো রোহিতদের।
পুরস্কার গ্রহণের সময় তাইতো মুম্বাই অধিনায়কের মুখে শোনা গেল দর্শকদের কথা। গতকাল ম্যাচ শেষে রোহিত বলেন, ‘এই সাফল্য দর্শকঠাসা ওয়াংখেড়ে স্টেডিয়ামে না পাওয়ায় খুব খারাপ লাগছে। আশা করি, আগামী বছর সেটা হয়ে যাবে।’
পাঁচবার আইপিএল জয়ের রাতেই নতুন এক কীর্তি গড়লেন রোহিত। মহেন্দ্র সিং ধোনির পরে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে মঙ্গলবার আইপিএলে ২০০তম ম্যাচও খেলে ফেললেন তিনি।
পুরো মৌসুম নিয়ে রোহিত বলেন, ‘যেভাবে মৌসুমটা গেল তা দুর্দান্ত। প্রতিযোগিতার শুরুর আগেই ছেলেদের বলে দিয়েছিলাম, জেতার অভ্যাস গড়ে তোলার সংস্কৃতি তৈরি করতে হবে। আমি তো ছেলেদের পেছনে লাঠি হাতে ঘুরতে পারব না। তাই ওদের আত্মবিশ্বাস বজায় রাখতে মাথা ঠান্ডা রেখে দলীয় ভারসাম্য বজায় রাখার কাজ করেছি। আর এই সাফল্যের অংশ তাঁরাও, যাঁরা নেপথ্যে থেকে আমাদের তৈরি করেছেন।’
ম্যাচটিতে দিল্লি ক্যাপিটালসকে পাঁচ উইকেটে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। এই নিয়ে টানা দুবার ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টটির শিরোপা জিতল মুম্বাই। গত আসরে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে নিজেদের চতুর্থ শিরোপা জিতেছিল ইন্ডিয়ান্স।
অবশ্য আগে থেকেই আইপিএলের সবচেয়ে সফলতম দল মুম্বাই। এবার নিজেদের পাল্লাটা আরো ভারী করে নিল রোহিত শর্মার দল। টুর্নামেন্টের প্রথম ১২ আসরে চারবার শিরোপা জিতেছে দলটি। এবার নিজেদের পঞ্চম শিরোপা ঘরে তুলল।
গতকাল দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আইপিএলের ১৩তম আসরের শিরোপা নির্ধারণী ম্যাচে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ১৫৬ রান করে দিল্লি ক্যাপিট্যালস। জবাব দিতে নেমে আট বল হাতে রেখে জয় তুলে নেয় মুম্বাই।

শেয়ার করুন

এই শাখার আরো সংবাদ পড়ুন
All Rights Reserved © rmgbdnews24.com