1. [email protected] : আরএমজি বিডি নিউজ ডেস্ক :
  2. [email protected] : adminbackup :
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০৮:৪৮ পূর্বাহ্ন

আছিয়ার আর্তনাদ: আমাদের বিবেক কি এখনো জাগবে না?

  • সময় বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ১৩৭ বার দেখা হয়েছে

শিশু আছিয়ার মৃত্যু কি শুধুই একটি খবর, নাকি এটি আমাদের সমাজের নৈতিক পতনের চূড়ান্ত বহিঃপ্রকাশ? মাগুরার মাত্র আট বছরের নিষ্পাপ শিশু আসিয়া, যার চোখে ছিল স্বপ্ন, যার হাসিতে ছিল জীবনের উচ্ছ্বাস—আজ সেই শিশুটির কথা আমরা লিখছি মৃত্যুর খবরে, ধর্ষণের শিকার হয়ে হাসপাতালের বিছানায় ধুঁকে ধুঁকে তার বিদায় নেওয়ার খবর।

আমরা কি আসলেই মানুষ? নাকি পশুত্বেরও নিচে নেমে গেছি? যাদের হাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নিরাপদ থাকার কথা, তারাই আজ এক শিশুর দেহকে পৈশাচিক উল্লাসের শিকার বানিয়ে পৃথিবী থেকে চিরতরে সরিয়ে দিয়েছে। শুধু আসিয়াই নয়, প্রতিদিন কোনো না কোনো শিশু, কিশোরী, নারী আমাদের সমাজে ধর্ষণের শিকার হচ্ছে। কিছুদিন শোরগোল ওঠে, কিছুদিন প্রতিবাদ হয়, তারপর সব ভুলে যাই! অপরাধীরা রয়ে যায় সমাজের বুকে বুক ফুলিয়ে, আর আমরা নিজেদের ব্যস্ত জীবনে মগ্ন হয়ে যাই।

একটি রাষ্ট্রের ব্যর্থতা, একটি জাতির মৃত্যু

আসিয়ার মৃত্যু একক কোনো ঘটনা নয়, এটি রাষ্ট্র ও সমাজের সম্মিলিত ব্যর্থতার প্রতিচিত্র। যেখানে আইনের শাসন দুর্বল, যেখানে অপরাধীরা রাজনৈতিক ছত্রচ্ছায়ায় বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, যেখানে বিচারহীনতার সংস্কৃতি সমাজে শেকড় গেড়েছে, সেখানে এমন ঘটনা বারবার ঘটবে না কেন?

আমরা একটি সমাজ গড়তে চেয়েছিলাম যেখানে মা-বোনেরা নিরাপদে থাকবে, যেখানে শিশুদের হাসিতে ভরে উঠবে পৃথিবী। কিন্তু আমরা কিসের সমাজ গড়েছি? যেখানে একটি শিশুও আজ নিরাপদ নয়! আজ আসিয়ার মৃত্যুতে আমরা শোক করছি, কিন্তু আসলেই কি আমাদের বিবেক জাগছে? নাকি এটিও কিছুদিন পর আরেকটি ভুলে যাওয়া ঘটনায় পরিণত হবে?

বিচার চাই, প্রতিরোধ চাই, পরিবর্তন চাই!

আমরা শুধু শোক জানাতে আসিনি, আমরা বিচার চাই! আমরা চাই—

১. দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি হোক। কোনো ধরণের রাজনৈতিক বা সামাজিক প্রভাব যেন বিচার বাধাগ্রস্ত না করে।

২. আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত হোক। ধর্ষণের মামলাগুলো বছরের পর বছর ঝুলে থাকে, ভুক্তভোগীরা ন্যায়বিচার পায় না। এই বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে হবে।

৩. নারী ও শিশু সুরক্ষা আইন শক্তিশালী করা হোক। শুধু কাগজে-কলমে আইন নয়, তার বাস্তবায়ন চাই।

৪. সমাজের মানসিকতা পরিবর্তন করতে হবে। ধর্ষণ শুধু আইনের বিষয় নয়, এটি সামাজিক ব্যাধি। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, গণমাধ্যম—সবাইকে একযোগে কাজ করতে হবে।

৫. প্রতিরোধ গড়ে তুলতে হবে। শুধু সরকার নয়, সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে। প্রতিবাদ করতে হবে, রুখে দাঁড়াতে হবে। আজ যদি আমরা চুপ থাকি, তাহলে কাল আরও অনেক আসিয়া মরবে। এই লজ্জা, এই অপমান আমরা আর কতদিন বয়ে নিয়ে চলবো? আসুন, শপথ নিই—আর কোনো শিশুর আর্তনাদ যেন আমাদের বিবেককে দংশন করতে না পারে, সেই ব্যবস্থা আমরা করব। আসিয়া তো আর ফিরে আসবে না, কিন্তু তার মৃত্যু যেন আমাদের সমাজ বদলের চূড়ান্ত জাগরণ হয়ে ওঠে!

বিচার চাই, শাস্তি চাই, পরিবর্তন চাই!

 মিয়া মোহাম্মদ মুসা

শেয়ার করুন

এই শাখার আরো সংবাদ পড়ুন
All Rights Reserved © rmgbdnews24.com