1. [email protected] : আরএমজি বিডি নিউজ ডেস্ক :
  2. [email protected] : adminbackup :
শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১২:৩১ পূর্বাহ্ন

আমেরিকার কংগ্রেস ভবন ক্যাপিটলে নতুন করে হামলার ঘটনা

  • সময় শনিবার, ৩ এপ্রিল, ২০২১
  • ১১২৫ বার দেখা হয়েছে
National Guard soldiers stand guard behind a security fence near the U.S. Capitol after police warned that a militia group might try to attack the Capitol complex in Washington, U.S. March 4, 2021. REUTERS/Jim Urquhart

আমেরিকার কংগ্রেস ভবন ক্যাপিটলে নতুন করে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ বাহিনীর এক সদস্য নিহত ও আরেকজন আহত হয়েছেন।অন্যদিকে, পুলিশের গুলিতে নিহত হয়েছেন হামলাকারী। শুক্রবার (২ এপ্রিল) স্থানীয় সময় দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। খবর বিবিসি ও দ্য গার্ডিয়ান। খবরে বলা হয়েছে, সন্দেহভাজন ২৫ বছর বয়সী এক যুবক গাড়ি নিয়ে ক্যাপিটল ভবনের দিকে যাওয়ার চেষ্টা করেন। সেখানে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা বাধা দিলে হামলাকারী তাদের ছুরিকাঘাত করে। এতে পুলিশের দুই সদস্য আহত হন। এর মধ্যে একজন মারা যান। অন্যদিকে, পুলিশের গুলিতে ওই ব্যক্তি নিহত হয়েছেন।
ক্যাপিটল পুলিশের ভারপ্রাপ্ত প্রধান ইয়োগান্ডা ডি. পিটম্যান বলেন, হামলায় পুলিশের আহত দুই সদস্যের মধ্যে একজন নিহত হয়েছেন।

এদিকে, এ ঘটনার পরেই ক্যাপিটল ভবন এলাকায় নতুন করে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে। এর আগে ৬ জানুয়ারির হামলার পরও সেখানে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছিল।

শেয়ার করুন

এই শাখার আরো সংবাদ পড়ুন
All Rights Reserved © rmgbdnews24.com