আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরে আলফাডাঙ্গায় নানা আয়োজনে বাংলাদেশ আওয়ামীলীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে । এ উপলক্ষে গত ২৩ জুন বুধবার সকাল ১০টায় দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়, এরপর বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম আকরাম হোসেনের সভাপত্বিতে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আলিম সোজার পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন আলফাডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র সাইফুর রহমান সাইফার, আওয়ামীলীগের সহ-সভাপতি আশরাফ উদ্দিন তারা,আব্দুর রউফ তালুকদার, ইকবাল হাসান চুন্নু, উপজেলা ভাইচ চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সেলিম রেজা,সেচ্ছাসেবকলীগের সভাপতি এনায়েত হোসেন, যুবলীগের যুগ্ন আহব্বায়ক কামরুল ইসলাম প্রমুখ।