নিউইয়র্কে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সপক্ষে জর্জ হ্যারিসন, রবিশঙ্কর ও আলী আকবর খাঁ-এর ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’ অনুষ্ঠিত হয়।
গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে আজ বছরের ২১৩তম (অধিবর্ষে ২১৪তম) দিন। এক নজরে দেখে নিই ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা, বিশিষ্টজনের জন্ম ও মৃত্যুদিনসহ আরও কিছু তথ্যাবলি।
ঘটনাবলি
১৪৯৮ : ইতালির ক্রিস্টোফার কলম্বাস আমেরিকার মূল ভূখণ্ডে পদার্পণ করেন।
১৭৭৪ : যোশেফ প্রিস্টলি অক্সিজেন আবিষ্কার করেন।
১৮৩৪ : ব্রিটিশ উপনিবেশগুলোতে দাসপ্রথা বাতিল।
১৮৬১ : দেবেন্দ্রনাথ ঠাকুরের অর্থায়নে ও মনোমোহন ঘোষের সম্পদনায় পাক্ষিক ‘ইন্ডিয়া মিরর’ প্রকাশিত।
১৯৬০ : আফ্রিকার দেশ বেনিন ফরাসি উপনিবেশ থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে।
১৯৬৪ : বেলজিয়ান কঙ্গোর নাম পরিবর্তন হয়ে রিপাবলিক অব কঙ্গো হয়।
১৯৭১ : নিউইয়র্কে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সপক্ষে জর্জ হ্যারিসন, রবিশঙ্কর ও আলী আকবর খাঁ-এর ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’ অনুষ্ঠিত।
১৯৭২ : বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় পেরু।
জন্ম
১৮৮১ : অর্ধেন্দুকুমার গঙ্গোপাধ্যায়, বাঙালি শিল্প সমালোচক ও অধ্যাপক।
১৮৯৫ : গোপালচন্দ্র ভট্টাচার্য, বাঙালি পতঙ্গবিশারদ ও উদ্ভিদবিদ।
১৯১৫ : মোমতাজ আলী খান, বাংলাদেশি লোকসঙ্গীতশিল্পী, গীতিকার ও সুরকার।
১৯২২ : এ কে নাজমুল করিম, বাংলাদেশি শিক্ষাবিদ ও সমাজবিজ্ঞানী।
১৯২৮ : এম আর খান, বাংলাদেশি অধ্যাপক, চিকিৎসক ও শিশুরোগ বিশেষজ্ঞ।
১৯৩০ : ফজলুল হালিম চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং বাংলাদেশ বিজ্ঞান একাডেমির ফেলো।
১৯৩৩ : মীনা কুমারী, ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী ও কবি।
মৃত্যু
১৯২০ : ভারতীয় পণ্ডিত ও ভারতীয় জাতীয়তাবাদী নেতা, সমাজ সংস্কারক, আইনজীবী এবং স্বাধীনতাকর্মী বাল গঙ্গাধর তিলক।
১৯৯৯ : তৎকালীন ব্রিটিশ ভারতের অবিভক্ত বাংলার খ্যাতনামা বাঙালি লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নীরদচন্দ্র চৌধুরী।
কনসার্ট ফর বাংলাদেশ
১৯৭১ সাল। বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধ চলছে। পূর্ব পাকিস্তানের (বর্তমানে বাংলাদেশ) শরণার্থীদের জন্যে আন্তর্জাতিক সচেতনতা এবং তহবিল ত্রাণ প্রচেষ্টা বাড়াতে, মূলত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ-সম্পর্কিত বাংলাদেশের নৃশংসতার ফলে সাহায্যের উদ্দেশ্যে অনুষ্ঠিত হয় দ্য কনসার্ট ফর বাংলাদেশ।
নিউ ইয়র্ক সিটির ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে ১৯৭১ সালের ১ আগস্ট প্রায় ৪০ হাজার দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় কনসার্টটি।
ভারতীয় পন্ডিত রবি শংকর ও সাবেক বিটল্স সঙ্গীতদলের লিড গিটারবাদক জনপ্রিয় পপশিল্পী জর্জ হ্যারিসনের উদ্যোগে দুটি দাতব্য সঙ্গীতানুষ্ঠান আয়োজন করা হয়। ওই কনসার্ট থেকে সংগৃহীত প্রায় আড়াই লাখ মার্কিন ডলার বাংলাদেশের উদ্বাস্তুদের জন্যে দেয়া হয়েছিল। কনসার্টে জর্জ হ্যারিসন তার নিজের লেখা বিখ্যাত সেই মর্মস্পর্শী ‘বাংলাদেশ’গান পরিবেশন করেন। কনসার্টের টিকেট, ক্যাসেট থেকে প্রাপ্ত সমস্ত অর্থ ইউনিসেফের ফান্ডে জমা করা হয়।
কনসার্টের একটি শ্রেষ্ঠ বিক্রিত লাইভ অ্যালবাম, একটি বক্স-থ্রি রেকর্ড সেট এবং অ্যাপল ফিল্মসের কনসার্টের তথ্যচিত্র নিয়ে ১৯৭২ সালের বসন্তে চলচ্চিত্রাকারে প্রকাশ করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিখ্যাত সঙ্গীতশিল্পীদের এক বিশাল দল অংশ নিয়েছিলেন, যাঁদের মধ্যে বব ডিলান, এরিক ক্ল্যাপটন, জর্জ হ্যারিসন, বিলি প্রিস্টন, লিয়ন রাসেল, ব্যাড ফিঙ্গার এবং রিঙ্গো রকস্টার ছিলেন উল্লেখযোগ্য।
ওই অনুষ্ঠানের গানের একটি সংকলন কিছুদিন পরেই ১৯৭১ সালে বের হয় এবং ১৯৭২ সালে এই অনুষ্ঠানের চলচ্চিত্রও বের হয়। গত ২০০৫ খ্রিষ্টাব্দে ওই চলচ্চিত্রটিকে একটি তথ্যচিত্রসহ নতুনভাবে ডিভিডি আকারে তৈরি করা হয়।
সেতারবাদক রবিশঙ্কর ও বিখ্যাত সরোদবাদক ওস্তাদ আলি আকবর খান যন্ত্রসঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন। তাদের সাথে তবলায় ছিলেন ওস্তাদ আল্লা রাখা খান। তারা বাংলা ‘ধুন’ নামে একটি ধুন পরিবেশন করেন। কনসার্টে জর্জ হ্যারিসন, বব ডিলানের মতো তারকাদের মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ অন্যরকম এক পরিচিতি পায় যুক্তরাষ্ট্রসহ বিশ্বের সাধারণ মানুষের কাছে।
সূত্র ও ছবি: সংগৃহীত