1. [email protected] : আরএমজি বিডি নিউজ ডেস্ক :
  2. [email protected] : adminbackup :
রবিবার, ২৩ মার্চ ২০২৫, ০৮:০৩ পূর্বাহ্ন

ইতিহাসের পাতায় ১ মার্চ

  • সময় শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ৮৪ বার দেখা হয়েছে

গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে আজ বছরের ৬০তম (অধিবর্ষে ৬১তম) দিন। এক নজরে দেখে নিই ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা, বিশিষ্টজনের জন্ম ও মৃত্যুদিনসহ আরও কিছু তথ্যাবলি।

ঘটনাবলি
১৯০১ : অস্ট্রেলিয়ান সেনাবাহিনী গঠিত হয়।
১৯১২ : আলবার্ট বেরী, প্রথম উড্ডীয়মান বিমান থেকে প্যারাসুটে নামেন।

জন্ম
১৯০৩ : বিষ্ণুপদ মুখোপাধ্যায়, ভারতে ভেষজ সংস্কারের অন্যতম উদ্যোক্তা।
১৯০৭ : মোহাম্মদ ওয়ালিউল্লাহ, সাংবাদিক ও লেখক।
১৯২৭ : ড. আশরাফ সিদ্দিকী, বাংলাদেশি সাহিত্যিক, লোকগবেষক ও বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক।
১৯৬৫ : মতিউর রহমান মল্লিক, বাঙালি কবি ও সাহিত্যিক।

মৃত্যু
১৯২৪ : ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বাঙালি বিপ্লবী গোপীনাথ সাহা।
১৯৪৩ : ফ্রান্স-সুইস চিকিৎসক ও ব্যাকটেরিওলজিস্ট এবং ইরসিনিয়া পেস্টিস-এর আবিষ্কারক আলেকজেন্ডার ইরসিন।
২০১৯ : বাংলাদেশি সমাজকর্মী পলান সরকার।

পলান সরকার
পলান সরকার ছিলেন সমাজকর্মী, বইপ্রেমী এক সাদা মনের মানুষ। নিজের টাকায় বই কিনে পাঠকের বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে বই পড়ার একটি আন্দোলন গড়ে তোলার জন্যে তিনি ২০১১ সালে একুশে পদক পান। রাজশাহী জেলা পরিষদ পলান সরকারের বাড়ির আঙিনায় একটি পাঠাগার করে দেয়। ২০১৪ সালের ২০ সেপ্টেম্বর ‘ইমপ্যাক্ট জার্নালিজম ডে’ উপলক্ষে বিশ্বের ভিন্ন ভাষার প্রধান প্রধান দৈনিকে একযোগে পলান সরকারের বই পড়ার এই আন্দোলনের গল্প ছাপা হয়। সারা দেশে তাকে বহুবার সংবর্ধনা দেওয়া হয়। তাকে নিয়ে ‘সায়াহ্নে সূর্যোদয়’ নামে একটি নাটক তৈরি হয়েছে। চ্যানেল আই নাটকটি প্রচার করে। শিক্ষা বিস্তারের অনন্য আন্দোলন গড়ে তোলায় ইউনিলিভার বাংলাদেশ পলান সরকারকে ‘সাদা মনের মানুষ’ খেতাবে ভূষিত করে।

জন্মগ্রহণ করেন ১৯২১ সালের ১ আগস্ট বাংলাদেশের নাটোরের বাগাতিপাড়ায়। তার আসল নাম হারেজ উদ্দিন। মা ডাকতেন পলান নামে। তিনি পরিচিত পলান সরকার নামে। জন্মের মাত্র পাঁচ মাসের মাথায় বাবা মারা যান। টাকাপয়সার টানাটানির কারণে প্রাথমিকের পরে আর লেখাপড়া চালিয়ে যেতে পারেননি। তবে নিজের চেষ্টাতেই বইপড়া চালিয়ে যান। তার বই পড়া কখনও থামেনি।

স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি ছিলেন পলান সরকার। তিনি ছিলেন বইপাগল মানুষ। প্রতিবছর স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে যারা ১ থেকে ১০ এর মধ্যে মেধা তালিকায় স্থান পাবে, তাদের তিনি একটি করে বই উপহার দিতেন। এখান থেকেই শুরু হয় তার বই বিলির অভিযান। এরপরে তিনি সবাইকে বই দিতেন। একটানা ৩০ বছরের বেশি সময় ধরে করেছেন এই কাজ। রাজশাহী অঞ্চলের বেশ কয়েকটি গ্রামজুড়ে তিনি গড়ে তুলেছেন বই পড়ার এক অভিনব আন্দোলন।

১৯৯২ সালে ডায়াবেটিস ধরা পড়লে নিয়ম করে হাঁটা শুরু করেন তিনি। তার সঙ্গেই তিনি যোগ করে নেন বই বিলি করার বিষয়টি। প্রতিদিন সকালে পায়ে হেঁটে গ্রামে গ্রামে ঘুরে বাড়ি বাড়ি নতুন বই দেওয়া আর পুরনো বই ফেরত নেওয়া শুরু করেন তিনি। শুরুতে তার এই আন্দোলনের কথা রাজশাহীর কয়েকটি গ্রামের মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকলেও ২০০৬ সালে বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির মাধ্যমে পলান সরকারের নাম ছড়িয়ে পড়ে সারা দেশে। পলান সরকার এক সাক্ষাৎকারে বলেছিলেন, যতদিন হাঁটতে পারবেন, সমাজ বদলের এই আন্দোলন তিনি চালিয়ে যেতে চান।

বইপ্রেমী এই মানুষটি বার্ধক্যজনিত কারণে ২০১৯ সালের ১ মার্চ মৃত্যুবরণ করেন।

সূত্র: সংগৃহীত

শেয়ার করুন

এই শাখার আরো সংবাদ পড়ুন
All Rights Reserved © rmgbdnews24.com