1. [email protected] : আরএমজি বিডি নিউজ ডেস্ক :
  2. [email protected] : adminbackup :
রবিবার, ২৩ মার্চ ২০২৫, ০৭:৫৯ পূর্বাহ্ন

ইতিহাসের পাতায় ৬ মার্চ

  • সময় শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ৫১ বার দেখা হয়েছে

গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে আজ বছরের ৬৫তম (অধিবর্ষে ৬৬তম) দিন। এক নজরে দেখে নিই ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা, বিশিষ্টজনের জন্ম ও মৃত্যুদিনসহ আরও কিছু তথ্যাবলি।

ঘটনাবলি
১৯১৫ : শান্তি নিকেতনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও মহাত্মা গান্ধীর প্রথম সাক্ষাত।
১৯৫৭ : ঘানা স্বাধীনতা লাভ করে।

জন্ম
১৭৮৭ : জোসেফ ফন ফ্রাউনহোফার, একজন জার্মান আলোকবিজ্ঞানী।
১৮০৬ : এলিজাবেথ বেরেট ব্রাউনিং, ইংরেজ কবি ।
১৯২৭ : গাব্রিয়েল গার্সিয়া মার্কেস, কলম্বিয়ার নোবেলজয়ী ঔপন্যাসিক।

মৃত্যু
১৯০০ : জার্মান আবিষ্কারক, গটলিয়েব ডাইমলার।
১৯৬২ : বাঙালি, ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী অম্বিকা চক্রবর্তী।
১৯৭৩ : নোবেলজয়ী প্রথম মার্কিন লেখিকা ও ঔপন্যাসিক পার্ল এস. বাক।

দিবস
জাতীয় পাট দিবস, বাংলাদেশ।

গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ
গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ ‘গাবো’ নামেই বেশি পরিচিত। তিনি ছিলেন সমকালীন শক্তিমান কথা সাহিত্যিকদের অন্যতম। সাহিত্যের ভুবনে গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ ছিলেন এক জাদুকরের মতোই।

জন্মগ্রহণ করেন ১৯২৭ সালের ৬ মার্চ কলম্বিয়ার ক্যারিবীয় উপকূলের কাছে আরাকাটাকা শহরে। ১৯৮২ সালে গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ নোবেল পুরস্কার পান। শুধু যে নোবেল বিজয়ী বলেই যে খ্যাতির চূড়ায় উঠেছিলেন তা কিন্তু নয়। সমকালীন বিশ্বসাহিত্যের অঙ্গনে গার্সিয়া মার্কেজ একটি ব্যতিক্রমী নাম। কয়েক দশকজুড়ে পৃথিবীব্যাপী তার খ্যাতি গগনচুম্বী। নোবেলজয়ী পেরুর মারিও বার্গাস য়োসা ছাড়া এতটা প্রচার আর কোনো লাতিন আমেরিকান কথাসাহিত্যিকদের নেই।

জীবনের বেশিরভাগ সময় বসবাস করেছেন মেক্সিকো এবং ইউরোপে। বিশ্ববিদ্যালয়-পর্যায়ে আইনশাস্ত্রে অধ্যয়নের পর সাংবাদিকতা দিয়ে পেশাজীবনের শুরু স্বদেশ কলম্বিয়ায়। গল্প দিয়ে লেখালেখির শুরু হলেও মহাকাব্যিক উপন্যাস সিয়েন আনিয়োস দে সোলেদাদ (নিঃসঙ্গতার একশ বছর) তাকে জগৎজোড়া খ্যাতি এনে দেয়। তার গল্প-উপন্যাসে লাতিন আমেরিকার ইতিহাসের রূঢ় বাস্তবতার উপকথা, কিংবদন্তি, পুরাণ, স্মৃতিচারণ ও কুসংস্কার একই সুতায় গাঁথা। তার গল্পগুলো শুধু লাতিন আমেরিকাতেই নয়, সারা দুনিয়ায় ঘুরে-ফিরে গাবোর কথাই বলে যাবে ভবিষ্যতের কাছেও। তার গল্প, উপন্যাস, আত্মজীবনী, নাটক,বক্তৃতামালা—সবই বিশ্বব্যাপী পাঠকদের আকৃষ্ট করেছে।

মার্কেজের মার্কেজ হয়ে ওঠার পেছনে একটা বড় নিয়ামক তার ছোটগল্পগুলো। জাদু বাস্তবতার যে বিস্তর প্রয়োগ তিনি উপন্যাসে করেছেন, ছোটগল্পে অতোটা করেননি কিংবা বলা যায়, ছোটগল্পে সেভাবে করার সুযোগ হয়নি। তিনি বলতেন, ‘ছোটগল্প হলো আর্চার বোর্ডে নিশানা করা আর ঠিক সময় ঠিক জায়গায় আঘাত করা এবং উপন্যাস হলো বিশাল দূর্গম কোনো বনে একটা খরগোশের খোঁজ করতে থাকা।’

গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ ২০১৪ খ্রিষ্টাব্দের ১৭ এপ্রিল মেক্সিকো শহরে মৃত্যুবরণ করেন।

সূত্র: সংগৃহীত

শেয়ার করুন

এই শাখার আরো সংবাদ পড়ুন
All Rights Reserved © rmgbdnews24.com