1. [email protected] : আরএমজি বিডি নিউজ ডেস্ক :
  2. [email protected] : adminbackup :
রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৪:০৩ পূর্বাহ্ন

ইতিহাসে ডিসেম্বর ২৮ স্যার এ. এফ. রহমান, প্রখ্যাত ইতিহাসবিদ, বিশিষ্ট শিক্ষাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য জন্মগ্রহণ করেন ।

  • সময় মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১
  • ৮৬৬ বার দেখা হয়েছে

গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে আজ বছরের ৩৬২তম (অধিবর্ষে ৩৬৩তম) দিন। এক নজরে দেখে নিই ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা বিশিষ্টজনের জন্ম ও মৃত্যুদিনসহ আরও কিছু তথ্যাবলি।

ঘটনাবলি

১৯১০ : ভারতে প্রথম বিমান উড্ডয়ন প্রদর্শিত হয়।
১৯২১ : কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের উদ্বোধন হয়।
২০২০ : মসলিনকে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

জন্ম

১৮৫৬ : উড্রো উইলসন, মার্কিন যুক্তরাষ্ট্রের ২৮তম রাষ্ট্রপতি।
১৮৮৯ : স্যার এ. এফ. রহমান, প্রখ্যাত ইতিহাসবিদ, বিশিষ্ট শিক্ষাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য।
১৯০৩ : জন ভন নিউম্যান, হাঙ্গেরীয় বংশোদ্ভুত মার্কিন গণিতবিদ।
১৯৩৭ : রতন টাটা, ভারতীয় শিল্পপতি।
১৯৪১ : রিজিয়া রহমান, লেখক।
১৯৪৪ : ক্যারি মুলিস, নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন জীব রসায়ন বিজ্ঞানী।

মৃত্যু

১৮৫৯ : ব্রিটিশ ইতিহাসবেত্তা লর্ড ম্যাকলে
১৯৬৩ : বাংলাদেশি পপ রক গায়ক হ্যাপী আখন্দ
১৯৯৩ : বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশের পরিচালক, অভিনেতা এবং চিত্রনাট্যকার আব্দুল জব্বার খান
২০১১ : বাংলাদেশি সাহিত্যিক রাজিয়া খান

স্যার এ. এফ. রহমান

স্যার এ. এফ রহমান। পুরো নাম আহমেদ ফজলুর রহমান। তিনি ছিলেন একজন প্রখ্যাত ইতিহাসবিদ, রাজনীতিবিদ, সমাজ সংস্কারক ও বিশিষ্ট শিক্ষাবিদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনি প্রথম বাঙালি উপাচার্য। ১৯৭৬ সালে তার নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ. এফ. রহমান হল প্রতিষ্ঠা করা হয়।

জন্মগ্রহণ করেন ভারতের জলপাইগুড়িতে ১৮৮৯ সালের ২৮ ডিসেম্বর। বাবার আদি ভিটা ফেনী জেলায়। বাবা মৌলবী আব্দুর রহমান।

ছাত্র হিসেবে এ. এফ. রহমান অত্যন্ত মেধাবী ছিলেন। জলপাইগুড়ি জেলা স্কুল থেকে ১৯০৮ সালে প্রবেশিকা পাস করেন। অতঃপর লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ১৯১২ সালে ইতিহাস বিষয়ে বি.এ (অনার্স) এবং ১৯১৩ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে এম.এ ডিগ্রি লাভ করেন। ১৯১৪ সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশনের (স্যাডলার কমিশন) সাব-এডিটর ছিলেন।

১৯১৪ সালে তিনি আলীগড় বিশ্ববিদ্যালয়ে ইতিহাসের লেকচারার পদে যোগদান করেন এবং ১৯২১ সাল পর্যন্ত সেখানে কর্মরত ছিলেন। ১৯২১ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগের রিডার নিযুক্ত হন। ১৯২১ থেকে ১৯২৭ সাল পর্যন্ত তিনি সলিমুল্লাহ মুসলিম হলের প্রভোস্ট ছিলেন। ১৯২৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচনী এলাকা থেকে তিনি বেঙ্গল লেজিসলেটিভ কাউন্সিলের সদস্য নির্বাচিত হন। ১৯২৭ সালে তিনি লেজিসলেটিভ কাউন্সিলের সদস্য মনোনীত হন। আহমদ ফজলুর রহমান ১৯৩৪ সালে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ছিলেন।

এ এফ রহমান ১৯৩৪ থেকে ১৯৩৬ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ১৯৩৭ সালে তাকে সম্মানসূচক ডক্টর অব ল’ ডিগ্রি প্রদান করে। একই বছর তিনি ভারতের ফেডারেল পাবলিক সার্ভিস কমিশনের সদস্য নিযুক্ত হন। ১৯৪২ সালে ব্রিটিশ সরকার তাকে ‘নাইট’ উপাধিতে ভূষিত করে।

এ এফ রহমান ১৯৪৫ সালের ১০ ডিসেম্বর মৃত্যুবরণ করেন।

সূত্র : সংগৃহীত

শেয়ার করুন

এই শাখার আরো সংবাদ পড়ুন
All Rights Reserved © rmgbdnews24.com