1. [email protected] : আরএমজি বিডি নিউজ ডেস্ক :
রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪, ০২:১৭ পূর্বাহ্ন

ইতিহাসে সেপ্টেম্বর ২৫ -কবি নাজমুল হক নজীর এর ৬৭তম জন্মদিন আজ

  • সময় শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৯০২ বার দেখা হয়েছে

গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে আজ বছরের ২৬৮তম (অধিবর্ষে ২৬৯তম) দিন। এক নজরে দেখে নিই ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা বিশিষ্টজনের জন্ম ও মৃত্যুদিনসহ আরও কিছু তথ্যাবলি।

ঘটনাবলি

১৪৯৩ : ক্রিস্টোফার কলম্বাস ১৭টি জাহাজ নিয়ে দ্বিতীয়বারের মতো সমুদ্রযাত্রা করেন।
১৬৩৯ : আমেরিকায় প্রথম ছাপাখানা স্থাপিত হয়।
১৮৯৭ : প্রথম ব্রিটিশ বাস সার্ভিস চালু হয়।
১৯৬৯ : ওআইসি-এর চার্টার স্বাক্ষরিত হয়।
১৯৭২ : বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় ভ্যাটিকান সিটি।
১৯৭৪ : জাতিসংঘের ২৯তম অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলায় ভাষণ দেন।

জন্ম

১৯৫৫ঃ   কবি নাজমুল হক নজীর ।

১৮৬৬ : টমাস হান্ট মর্গান, মার্কিন বংশগতিবিদ ও ভ্রূনতত্ত্ববিদ।
১৮৯৭ : উইলিয়াম ফকনার, নোবেলজয়ী মার্কিন কথাসাহিত্যিক।
১৯২০ : সতীশ ধাওয়ান, ভারতীয় গণিতজ্ঞ এবং বৈমানিক প্রকৌশলী।
১৯২৫ : স্যামসন এইচ চৌধুরী, বাংলাদেশি ব্যবসায়ী ও শিল্পপতি।
১৯৫০ : জাফর ইকবাল, বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা ও গায়ক।
১৯৬৫ : মিনহাজুল আবেদীন নান্নু, বাংলাদেশি ক্রিকেটার।

মৃত্যু

১৯৬২ : চট্টগ্রামে দৈনিক আজাদীর প্রতিষ্ঠাতা আবদুল খালেক ইঞ্জিনিয়ার
১৯৬৯ : বিখ্যাত বাঙালি চিত্রপরিচালক, অভিনেতা এবং নাট্যব্যক্তিত্ব মধু বসু, আসল নাম সুকুমার বসু
২০০১ : বাংলাদেশি সুরকার ও সঙ্গীত পরিচালক সমর দাস
২০২১ : ভারতের প্রখ্যাত নারীবাদী লেখক, প্রশিক্ষক এবং অধিকারকর্মী কমলা ভাসিন

দিবস

ওআইসি প্রতিষ্ঠা দিবস।
বিশ্ব ফার্মাসিস্ট দিবস।

আজ ২৫শে সেপ্টেম্বর শ্লোগানের কবি নাজমুল হক নজীর এর ৬৭তম জন্মদিন । ১৯৫৫ সালের ২৫শে সেপ্টেম্বর আজকের এই দিনে  তিনি  ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার শিয়ালদী গ্রামে জন্মগ্রহণ করেন।
নাজমুল হক নজীর দশক গননায় সত্তর সময় পর্বের শক্তিমান কবি। কবিতা চর্চায় নিজেকে সঁপে দিয়েছেন কবিতার শষ্যময় উঠোনে। তাঁর কবিতায় সমাজের নানা অসঙ্গতি উঠে এসেছে অত্যান্ত স্পষ্টভাবে  যা একজন সময় সচেতন কবির স্বাক্ষর বহন করে  ।
ত্রিশোত্তর আধুনিক বাংলা কবিতায় নাজমুল হক নজীর একজন স্বতন্ত্র কাব্যসাহসী আধুনিক কবি।
পেশাগত পরিচয় হিসেবে সাপ্তাহিক জাগরণ পত্রিকায় সাংবাদিকতা দিয়ে শুরু করে নানা সময়ে জাতীয় দৈনিকসহ সবশেষে স্থানীয় পাক্ষিক নজীর বাংলা পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন ।
কবি’র  ৯টি কাব্যগ্রন্থ, ৩টি ছড়া, ১টি ইতিহাস গ্রন্থ, ১টি সম্পাদিত গ্রন্থ, নির্বাচিত কবিতা ও কবিতা সমগ্র প্রকাশিত হয়েছে।
উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ নোনা জলের বাসিন্দা, স্বৈরণী স্বদেশ, স্বপ্নবাড়ি অবিরাম।
সনাতন ধর্মে বিশ্বাসীদের মধ্যে মতুয়া মতবাদে অনুসারীগণের জন্য কবি বেশকিছু গান লিখেছেন।
জীবদ্দশায় কবি’র শ্রেষ্ঠ সম্মাননা-
ভারত থেকে রাহিলা সাহিত্য পুরস্কার এছাড়া পেয়েছেন  কবি শামসুর রাহমান স্মৃতি পুরস্কার, কবি খান মুহাম্মদ মঈনুদ্দীন সাহিত্য পুরস্কার, কবি গোবিন্দ চন্দ্র দাস স্মৃতি পদক,
শ্রী হরিদর্শন পুরস্কার, আমীর প্রকাশন সাহিত্য পুরস্কার, গীতিকার ক্লাব সম্মাননা, এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সম্মাননা, মেরিট অব ডিএক্স পুরস্কার, নির্ণয় কবি বাবু ফরিদী স্মৃতি পদক, মির্জা আবুল হোসেন পদক,ও  পাঠক আন্দোলন বাংলাদেশ সাহিত্য পুরস্কার (মরনোত্তর), নজরুল পদক ( মরনোত্তর) প্রভৃতি।
প্রিয় এই কবি ২০১৫ সালের ২৩শে নভেম্বর ঢাকায় প্রয়াত  হন। পরদিন কবিকে তাঁর ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলায়  প্রিয়ঙ্গাণ ঝর্ণাধারায় সমাহিত করা হয়।
Attachments area

সূত্র : সংগৃহীত

শেয়ার করুন

এই শাখার আরো সংবাদ পড়ুন
All Rights Reserved © rmgbdnews24.com