1. [email protected] : আরএমজি বিডি নিউজ ডেস্ক :
  2. [email protected] : adminbackup :
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৬:৪৯ পূর্বাহ্ন

উল্টোপথে আসা ট্রাকের ধাক্কায় অ্যাম্বুলেন্সের দুই যাত্রী নিহত

  • সময় শনিবার, ২২ মে, ২০২১
  • ১১২৬ বার দেখা হয়েছে

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে উল্টো পথে আসা একটি বেপরোয়াগতির ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে অ্যাম্বুলেন্সের দুই যাত্রী নিহত হয়েছেন।

দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। হতাহতরা সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী।

আজ শনিবার (২২ মে) সকাল সাড়ে ৬টার দিকে  সোনারগাঁওয়ের নয়াবড়ি এলাকায় অবস্থিত অনন্ত গার্মেন্টসের সামনে এ দুর্ঘটনা ঘটে। অ্যাম্বুলেন্সটি কুমিল্লা থেকে ঢাকায় আসছিল।

স্থানীয় সূত্র জানায়, পণ্যবাহী ট্রাকটি রহিম স্টিল মিলের সামনে ইউটার্ন থেকে উল্টোপথে মদনপুরের দিকে যেতে থাকে। একপর্যায়ে নয়াবড়ি এলাকায় অনন্ত গার্মেন্টসের সামনে ঢাকাগামী অ্যাম্বুলেন্সটির সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে অ্যাম্বুলেন্সটি দুমড়েমুচড়ে রাস্তার ওপর উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই রোগীর সঙ্গে আসা একজন নিহত হন। এছাড়া হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও একজন। আর আহত হন রোগীসহ অন্তত তিনজন।

কাঁচপুর হাইওয়ে থানার ডিউটি অফিসার এএসআই আরিফ বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনাস্থল থেকে দুজনের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য তা  নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে জানান তিনি।

 

 

শেয়ার করুন

এই শাখার আরো সংবাদ পড়ুন
All Rights Reserved © rmgbdnews24.com